Actress Tragic Story: আকস্মিক একটি ঘটনায় বিনোদুনিয়া তোলপাড়! শেফালী জারিওয়ালা এমন ভাবে চলে গেলেন, ভাবনার বাইরে। দ্যা OG কাটা লাগা গার্ল ৪২ বছর বয়সে না ফেরার দেশে। শুধু তাই নয়, এই অভিনেত্রী নিজের যৌবন ধরে রাখতেই নানা কাজ করতেন। শুধু তাই নয়, তিনি বিভিন্ন ধরনের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিতেন। পুলিশ সূত্রে খবর, লো ব্লাড প্রেসারের জন্যই তাঁর মৃত্যু হয়েছে। নিজেকে সুন্দর রাখতে তিনি যেমন ট্রিটমেন্টের আওতায় ছিলেন, ঠিক তেমনই তিনি ইনজেকশন নিতেন। দিনের পর দিন, উপবাসে থাকতেন তিনি।
এমনকি, চিকিৎসকের অনুমান, তিনি স্কিনের নানা ধরনের ফর্মুলা পর্যন্ত মেনে চলতেন। তাহলে কি শরীরের ওপর অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা কিংবা নানা কসমেটিক আবরণের কারণেই এই মর্মান্তিক পরিস্থিতির শিকার হলেন তিনি? অভিনেত্রীরা কিন্তু অনেকেই নিজেদের আকর্ষণীয় করে তুলতে নানা কান্ড করেন। শুধু তাই নয়, অভিনেত্রীরা ফিলার কিংবা বোটক্স এর সঙ্গে সঙ্গে প্লাস্টিক সার্জারি পর্যন্ত করেন। এবং কোনও কোনও সময়, সেটি এত মারাত্মক হয়ে যায় নয়তো, তাঁকে চিনতে পারা যায় না। নয়তো, তাঁর শারীরিক সমস্যা দেখা দেয়।
আর নায়িকাদের এসব খবর যখন রটেছে, ঠিক তখনই আরেক চর্চিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত নিজের সমাজ মাধ্যমেই শেয়ার করেছেন কিভাবে কোনও ট্রিটমেন্ট কিংবা বোটক্স ছাড়াই তিনি নিজেকে সুন্দর রেখেছেন কিংবা নিজেকে ধরে রেখেছেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি লিখছেন, - "বোটক্স এবং ফিলারকে না বলেছি। এই কৃত্রিম পদ্ধতিতে যৌবনের পিছনে না ছুটে, আমি ভেতর থেকে তাকে লালন করছি। শুদ্ধ খাবার খাওয়া, হাইড্রেশন, তাড়াতাড়ি ঘুমানো এবং ব্যায়াম হল এমন কিছু অভ্যাস যা আমি নিয়মিত অনুসরণ করি। আসুন আমাদের প্রাকৃতিক উজ্জ্বলতাকে আলিঙ্গন করি।
সাত সকালে ঘুম থেকে উঠেই তিনি জাহির করেছেন যে, কিভাবে নিজের ত্বকের টেক কেয়ার করেন তিনি। অভিনেত্রী বলছেন, "আমি এই ঘুম থেকে উঠলাম। এবং ভাবলাম আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করি। এই ভিডিওতে কোনও ফিল্টার নেই। কোনও মেকাপ নেই। এবং, খেয়াল করলে দেখা যাবে তিনি এর সঙ্গে সঙ্গেই এও বলেছেন যে - আমরা যেন বোটক্সকে না বলি। আমরা যেন ফিলারকে না বলি, এবং সকলে মিলে একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।"
এই অত্যধিক ট্রিটমেন্ট এর চক্করেই কিন্তু, শেফালির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর চিকিৎসকের। যদিও, ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি। কারণ, এটাই বলে দেবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে।