scorecardresearch

আজান শুনেই মাথা নুইয়ে গান থামালেন, মঞ্চে স্তব্ধতা! ভাইরাল ‘শিখ’ শেহনাজের কীর্তি

আজান শুনে কী করলেন অভিনেত্রী? দেখুন।

Shehnaaz Gill, Actress Shehnaaz Gill, Shehnaaz Gill singing, Salman khan Shehnaaz Gill, Punjab Katrina Shehnaaz Gill, Bollywood news, শেহনাজ গিল, বিগ বস ১৩ শেহনাজ, সিদ্ধার্থ শেহনাজ, সলমন খান শেহনাজ গিল, বলিউডের খবর
আজান শুনেই গান থামালেন শেহনাজ গিল, নায়িকাকে কুর্নিশ নেটপাড়ার

হিন্দু হলেও সব ধর্মকে সম্মান করেন শেহনাজ গিল। মুসলিমদের প্রার্থনায় বিঘ্ন না ঘটিয়ে অভিনেত্রী যা করলেন, সেই কীর্তি এখন নেটপাড়ায় ভাইরাল।

বলিউডে বড় ব্রেক এখনও পাননি! তবে তার আগেই শেহনাজকে নিয়ে উন্মাদনার অন্ত নেই। মিষ্টি কথাবার্তা, আচার-আচরণে গোটা দেশের মন জিতে নিয়েছেন এই পাঞ্জাবি-কন্যা। সলমন খানেরও বেশ প্রিয় তিনি।

‘বিগ বস ১৩’র সুবাদে পরিচিত হলেও শেহনাজ গিল জনপ্রিয়তা এখন রীতিমতো বলিউড নায়িকাদেরও টেক্কা দিচ্ছে। সলমন খানের আগামী সিনেমার নায়িকা তিনি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা। তবে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকেই স্পটলাইটে অভিনেত্রী।

অনেকের কাছেই তিনি পাঞ্জাবের ক্যাটরিনা। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও সম্প্রতি পরিচিতি পেয়েছেন। এবার এক গানের অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে শেহনাজ যা করলেন, তাতে মুগ্ধ নেটপাড়া। মঞ্চে গান গাইছিলেন তিনি। হঠাৎ আজানের আওয়াজ ভেসে আসতেই গান থামিয়ে দিলেন শেহনাজ। মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়্য়ে রইলেন চুপচাপ। এদিকে গোটা মঞ্চেও স্তব্ধতা..। যতক্ষণ আজান চলল একটি কথাও বললেন না শেহনাজ। ভিন ধর্মের প্রতি তাঁর এমন শ্রদ্ধা দেখে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: রানির কোলের শিশুকে কেড়ে নিল নরওয়ে সরকার! ‘কান্না থামাতে পারছি না’ প্রতিবাদ আলিয়ার]

সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় একাংশের মত, ‘ওঁর কাছে শেখা উচিত সকলের।’ কেউ বা বললেন, ‘আপনার এই মিষ্টি আচরণই মুগ্ধ করে।’

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shehnaaz gill stops singing after listening azaan viral video