Shehnaaz Gill Trolled: মনোকিনি পরে সমুদ্র সৈকতে শরীরী বিভঙ্গ, প্যান্টের চেন খুলে স্টাইল করতেই ট্রোলড শহেনাজ

Shehnaaz Gill: সমুদ্র সৈকতে কালো মনোকিনি পরে দেদার পোজ। ডেনিম শর্টসের চেন খুলে স্টাইল স্টেটমেন্ট তৈরি করতেই শেহনাজের দিকে ধেয়ে এল তীব্র কটাক্ষ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
প্যান্টের চেন খুলে স্টাইল করতেই ট্রোলড শহেনাজ

প্যান্টের চেন খুলে স্টাইল করতেই ট্রোলড শহেনাজ

Shehnaaz Gill unzipped Shorts: বিগ বসের ঘর থেকে উত্থান। সেখানেই প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার কাছাকাছি আসেন। বলিউডের ভাইজান সলমান খানের হাত ধরে বড় পর্দায় অভিষেক। তিনি নান আদার দ্যান শেহনাজ গিল। সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত ব্যক্তিত্ব। ভক্তদের সঙ্গে শেহনাজের বন্ডিংয়ের একাধিক নজির ক্যামেরাবন্দি করেন সেলেব পাপারাৎজ্জিরা। শেহনাজ নিজেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ফটোশুট বা ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন।

Advertisment

এই মুহূর্তে সিডনিতে রয়েছেন শেহনাজ। সেখানেই বন্দি বীচ থেকে নিজের ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন অভিনেত্রী। কালো রঙের মনোকিনি পরে বীচ থেকে বিভিন্ন আঙ্গিকে ক্যামেরায় পোজ দিয়েছেন। কিন্তু, ডেনিম শর্টস (হট প্যান্ট)-এর চেন খুলে স্টাইল করতেই শেহনাজের দিকে ধেয়ে এল কটাক্ষ। সোশ্যাল মিডিয়া সেনসেশন বা কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জাভেদের সঙ্গেও তুলনা করেছেন নেটনাগরিকের একাংশ। কেউ বলছেন সস্তার প্রচার করছেন তো কেউ আবার মনে করছেন উরফি জাভেদের প্রভাব পড়েছে শেহনাজের উপর।

Advertisment

অনেকে আবার ভারতীয় সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। শেহনাজ গিলের পোস্টের কমেন্ট বক্সে এক ব্যক্তি খোঁচা মেরে লিখেছেন, 'সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন।' অপর এক নেটিজেন হেঁয়ালি করে বলেছেন, 'শেহনাজ তো উরফির মতো হয়ে যাচ্ছে।' এই ছবি দেখে মন ভেঙেছে শেহনাজের এক ভক্তের। তিনি অত্যন্ত দুঃখ করে লিখেছেন, 'শেহনাজ গিল আমি আপনাকে খুব পছন্দ করি। আপনার সব ছবিতে লাইক দিই। কিন্তু, এটা প্রথম কোনও একটা ছবি যেখানে লাইক দিতে ইচ্ছে করছে না। এসব আপনাকে মোটেই মানায় না।'

একটা সময় গোলুমুলু চেহারার জন্য নিজেই হতাশ হতেন। রিয়্যালিটি শোয়ে যখন এসেছিলেন সেই সময়ের শেহনাজের সঙ্গে আজকের কোনও মিল নেই। ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে হয়ে নিজের ভোলই বদলে ফেলেছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে Ikk Kudi-এর শুটিংয়ে ব্যস্ত শেহনাজ। সম্ভবত শুটিংয়ের জন্যই বিদেশে রয়েছেন অভিনেত্রী। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শেহনাজ। আগামী ১৩ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পাবে পঞ্জাবি মুভি Ikk Kudi। 

bollywood movie reality show Bollywood News bollywood actress Shehnaaz Gill hindi serial