Indias Got Latent: 'রণবীর-সময়কে সরকার দেশ থেকে তাড়িয়ে দিক', ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট বিতর্কে বিস্ফোরক শেখর সুমন

Shekhar Suman On Indias Got Latent: মা-বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার ফুঁসে উঠলেন শেখর সুমন। এক সাক্ষাৎকারে অভিনেতা ক্ষোভ উগরে দিয়ে বললেন, রণবীর-সময়ের মতো ইউটিউবারদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট বিতর্কে বিস্ফোরক শেখর সুমন

ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট বিতর্কে বিস্ফোরক শেখর সুমন

Shekhar Suman On Indias Got Latent Row:মজা করতে গিয়ে পুরো ফেঁসে গিয়েছেন 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট শীর্ষক রিয়্যালিটি শোয়ে প্রতিযোগীকে অশ্লীল প্রশ্নের জেরে এক লহমায় ওলোটপালট হয়ে যায় সব কিছু।  বাবা-মায়ের সঙ্গম দেখবেন নাকি নিজে যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যোগী হবেন? রণবীরের এই প্রশ্নে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। হাতছাড়া হয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার্স। জল গড়ায় আদালত পর্যন্ত। সমস্যার সম্মুখীন হয়েছে রণবীরের পরিবারও। নিষেধাোজ্ঞা জারি করা হয়েছিল দ্য রণবীর শো-এর উপর। বন্ধ হয়ে গিয়েছিল রণবীরের রুজিরুটির একমাত্র পথ! তবে এই বিতর্কিত নেট প্রভাবশালী রণবীর এলাহবাদিয়ার কাতর আর্জি মেনে পুনরায় শো শুরুর শর্ত সাপেক্ষ অনুমতি দিল শীর্ষ আদালত। এর মাঝেই রণবীরের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিনেতা শেখর সুমন।

Advertisment

Instant Bollywood-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা ভারত সরকারের কাছে আর্জি করেন, রণবীর, সময় রায়নাকে যাতে দেশ থেকে বিতাড়িত করা হয়। ইউটিউবারের উপর ক্ষোভ উগরে দিয়ে অভিনেতা বলেন, 'এমন একটা সময় চলে এল যেখানে মা-বাবাকে নিয়েও নোংরা মন্তব্য করা হয়। যাঁরা এই ধরনের মন্তব্য করেন তাঁদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এই ধরনের মানুষদের দেশে থাকার কোনও অধিকার নেই যাঁরা দর্শককে হাসানোর ছলনায় অসভ্য আচরণ করেন। ইউটিউব শোয়ের অবাধ স্বাধীনতার অপব্যবহার করেন তাঁদেরকে যেন ভারত সরকার অবিলম্বে এই দেশ থেকে বিতাড়িত করে দেয়।'

আরও যোগ করেন, 'কথা বলার স্বাধীনতা মানে তো যা খুশি তাই বলা যায় না। যখন ইচ্ছে হল গালি দিয়ে দিলাম আবার যখন মন চাইল দুটো নোংরা কথা বলে দিলাম য়া শুনে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। আমি সরকারের কাছে আর্জি জানাতে চাই এই ধরনের শো যাতে চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আর যাঁরা এই ধরনের শোয়ের সঙ্গে যুক্ত তাঁদেরকে অনেক দূরে পাঠিয়ে দিক।' প্রসঙ্গত বিতর্কিত মন্তব্যের মামলা চলাকালীন শুনানির সময় রণবীর বেঞ্চের কাছে আবেদন করেন তাঁর পডকাস্ট, দ্য রণবীর শো সম্প্রচারের অনুমতি দেওয়া হোক।

 রণবীরের কতর আর্জি্ এই শো-ই তাঁর আয়ের একমাত্র উৎস।  'বিতর্কিত' ইউটিউবার রণবীর এলাহবাদিয়ার আবেদন বিচার বিবেচনা করে দেখে বেঞ্চ। অবশেষে 'দ্য রণবীর শো' পুনরায় সম্প্রচারের জন্য শর্তসাপেক্ষ অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। এই শোয়ে যাতে কোনও আপত্তিকর কনটেন্ট না থাকে সেই বষয়টি নিশ্চিত করে রণবীরকে অঙ্গীকারপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

reality show India’s Got Talent viral youtuber Ranveer Allahabadia Shekhar Suman