Advertisment
Presenting Partner
Desktop GIF

শিবপ্রসাদ-নন্দিতার পরের ছবিতে আবারও সামাজিক ইস্যু

সূত্রের খবর, জাতিভেদ নিয়ে তৈরি হতে চলেছে তাদের পরবর্তী সিনেমা। নামও সম্ভবত 'গোত্র' রাখতে চলেছেন পরিচালকদ্বয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Manali-Dey-with-Nandita-Roy-and-Shiboprosad-Mukherjee

নতুন ছবি তৈরির পথে শিবপ্রসাদ-নন্দিতা। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে

'কন্ঠ'র মুক্তি আসন্ন। কিন্তু তারমধ্যেই পরের ছবির বিষয় ঠিক করে ফেলেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। সূত্রের খবর, জাতিভেদ নিয়ে তৈরি হতে চলেছে তাদের পরবর্তী সিনেমা। নামও সম্ভবত 'গোত্র' রাখতে চলেছেন পরিচালকদ্বয়। সমাজে জাত-পাতের ইস্যু মারণ রোগেই মতই ভয়ঙ্কর। এবার সেই বিষয়ই সিনেমার পর্দায় নিয়ে আসছেন, খবর এমনটাই।

Advertisment

টোটা রায়চৌধুরী ও খরাজ মুখোপাধ্যায়কে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ চরিত্রে। থাকতে পারেন মানালী দে, সাহেব ভট্টাচার্যও। শোনা যাচ্ছে অনসূয়া মজুমদার, নাইজেল আকারার নামও। এদিকে শুধুমাত্র 'কন্ঠ' নয়, পাইপলাইনে রয়েছে 'বেলাশুরু', 'মুক্তধারা টু'। তবে এখনও এ বিষয়ে কোনও কথা বলেনি উইন্ডোজ।

আরও পড়ুন, রাজনীতিতে ভূতের উপস্থিতি: ভূতের ভবিষ্যত, ভবিষ্যতের ভূত এবং ভবিষ্যত সম্পর্কে অনীক দত্ত

'কন্ঠ'ও তারা তৈরি করেছেন ক্যানসারের মতো মারণ রোগ নিয়ে। তারা যে কেবল নিজেদের ছবিতেই এই ধরণের বিষয় তুলে আনেন তা নয়। সম্প্রতি, পৃথা চক্রবর্তীর ছবি 'মুখার্জী দার বউ'য়ের প্রযোজনা করেছে উইন্ডোজ, সেখানেও নারীদের স্বাধীনতা নিয়ে কথা বলা হয়েছে।

আরও পড়ুন, কিয়া এন্ড কসমস-এর পাশে কতটা দাঁড়িয়েছে টলিউড? কী বললেন স্বস্তিকা?

মে মাসে মুক্তি পাচ্ছে কন্ঠ, আর বেলাশুরুর মুক্তির সময় পুজো। প্রথম থেকেই কোন না কোনও সামাজিক বিষয় নিয়ে ছবি করেছেন এই দুই পরিচালক। 'ইচ্ছে', 'রামধনু', 'মুক্তধারা', 'বেলাশেষ', 'হামি'-র মতো ছবি তৈরি করে এসেছেন শিবপ্রসাদ-নন্দিতা। জনপ্রিয়ও হয়েছে বারংবার।

tollywood Nandita Roy Shiboprosad Mukherjee Bengali Cinema
Advertisment