/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/shibu.jpg)
Shiboprosad Health Update: এখন কেমন আছেন শিবু?
ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে শুটিং করতে গিয়েই চোট। বহুরূপী ( Bohurupi ) সিনেমার শুটিং করছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। সেখানেই ঘটে অঘটন। কোমরে চোট এবং আঘাত লাগার পর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এখন কেমন আছেন পরিচালক?
বহুরূপী ছবিতে একাধিক একশন দৃশ্য রয়েছে। সেখানে উচুঁ থেকে লাফ দিয়েই মুশকিলে পড়েন তিনি। গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শিবপ্রসাদের ( Shiboprosad Mukherjee ) পরিবার সূত্রে খবর, এখন ভাল আছেন অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা পরিচালকের শরীরী হাল হকিকত জানতে চাইলেই জানানো হয়, তিনি ভাল আছেন। কোমরে বেল্ট দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলেছেন, ছয় সপ্তাহ বিশ্রাম নিতে। কিন্তু শিবপ্রসাদ চার সপ্তাহের বেশি ছুটি নেবেন না। একমাস পুরোটাই বিশ্রামে থাকবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন ওষুধের পাশাপাশি বিশ্রামেই নাকি সেরে উঠবেন পরিচালক।
আরও পড়ুন - Bengali Cinema: বাংলা ছবি ‘ঘটিয়া’? ‘উৎসাহহীন! জাতে ওঠা গেল..’, অনুরাগকে খোঁচা শিবপ্রসাদ-কমলেশ্বরদের
একমাস পর পরিচালক ফিরবেন কাজে। এখন একমাস এর জন্য পুরো শুটিংটাই পিছিয়ে গিয়েছে। তিনি সুস্থ না হলে কিছুই সম্ভব না। বাড়িতে এসেই মহা আনন্দে শিবপ্রসাদ। এখন মন থেকে ভাল আছেন। হাসপাতালে থাকতে আর ভাল লাগছিল না তাঁর। তাই তো ফিরে এসে এখন বেশ ভাল আছেন।
উল্লেখ্য, রক্তবীজ ছবির বিরাট সাফল্যের পর আবারও নতুন ছবি ধরেছেন। পুজোর সময়ই ছবি রিলিজ হওয়ার কথা। এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় থেকে ঋতাভরি চক্রবর্তী এবং প্রমুখ।