Advertisment
Presenting Partner
Desktop GIF

অর্পিতা-সাহেব জুটিতেই রয়েছে শিলাদিত্যর 'হৃৎপিণ্ড'

সায়েন্স কলেজের শিক্ষিকা দুর্ঘটনার কবলে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু বয়সন্ধিতে তা যখন ফিরে পান তখনই মোড় ঘুরে যায় ছবির।

author-image
IE Bangla Web Desk
New Update
hridpindo

সোয়েটার-এর পরে শিলাদিত্যর দ্বিতীয় ছবি।

এক্কেবারে ছাপোষা মধ্যবিত্ত গল্প বলে প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছিল শিলাদিত্য মৌলিক। এবার তিনি তৈরি নতুন গল্প বলার জন্য। অর্পিতা চট্টোপাধ্যায় ও সাহেব চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি বুনতে চলেছেন 'হৃৎপিণ্ড'-এর চিত্রনাট্য। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন শিলাদিত্য। শুক্রবার প্রকাশ্যে এল তাঁর নয়া ছবির নাম ও কলাকুশলীদের পরিচয়।

Advertisment

ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায় ও সাহেব চট্টোপাধ্যায়কে। অর্পিতার চরিত্রের নাম আর্যা। সায়েন্স কলেজের এই শিক্ষিকা দুর্ঘটনার কবলে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু বয়সন্ধিতে তা যখন ফিরে পান তখনই মোড় ঘুরে যায় ছবির। অর্পিতা-সাহেব ছাড়াও ছবিতে দেখা যাবে অনন্যা সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়-এর মতো শিল্পীদের।

আরও পড়ুন, সকালে মা দুর্গাকে নুন-লেবুর জল! অভিনেত্রী ঈশিতা শোনালেন চারুভবনের পুজোর গল্প

View this post on Instagram

Simplicity is the glory of expression. #tuesdaythoughts #morningvibes☀️

A post shared by Arpita Chatterjee (@imarpitac) on

হৃদয় দিয়ে সমস্ত অনুভূতি ছোঁয়া গেলেও আসল কারিগরী কিন্তু মস্তিষ্কের। অথচ হৃৎপিণ্ড শব্দটির সঙ্গে আবেগের থেকে বেশি যুক্তি ও চিকিত্সা ব্যবস্থার কথার বেশি মিল। অরুণাচলে শুটিং হবে ছবির বেশ কিছুটা অংশের। তবে শনিবার থেকে কলকাতায় শুটিং হচ্ছে হৃৎপিণ্ড'-র।

publive-image ছবির কলাকুশলী এবং পরিচালক।

সামনে বেশকিছু কাজ রয়েছে অর্পিতা চট্টোপাধ্যায়ের। রাজর্ষি দে 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই' ছবির টিজার মুক্তি পেয়েছে। শুভ্রজিতের 'অভিযাত্রিক'-ও রয়েছে তালিকা।

tollywood arpita chatterjee Bengali Cinema
Advertisment