টলিউড পেরিয়ে শিলাজিৎ মজুমদার (Shilajit Majumdar) এবার বলিউডে। অভিনয় অবশ্য হাতেখড়ি অনেক আগেই হয়েছে। বাংলা সিনে ইন্ডাস্ট্রির ডাকসাইটে পরিচালকদের সঙ্গেও কাজ করে ফেলেছেন তিনি। তাঁর অভিনয় এবং গানের গুনমুগ্ধের সংখ্যাও নেহাত কম নয়। তবে এবার সোজা মুম্বই ইন্ডাস্ট্রির পথে গায়ক। বলাই বাহুল্য, শিলাজিতের ফিল্মি কেরিয়ারে নয়া মাইলফলক যোগ হতে চলেছে। তাও আবার প্রথম বলিউড ছবিতেই বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) মতো পরিচালকের সঙ্গে কাজ করবেন শিলাজিৎ।
সিনেমার নাম ‘খুফিয়া’ (Khufiya)। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের (Netflix ) পর্দায় মুক্তি পাবে বিশাল ভরদ্বাজের এই ছবি। সেখানেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিলাজিৎ। গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে গায়ককে। কিন্তু সুদূর মুম্বই থেকে ডাকটা এল কীভাবে? এপ্রসঙ্গে অবশ্য অনুরাগীদের প্রিয় ‘শিলুদা’ জানিয়েছেন পরিচালক বিশালের টিমই তাঁকে খুঁজে বের করেছেন। তবে গোয়েন্দা চরিত্র নিয়ে খুব একটা ভাঙতে নারাজ গায়ক-অভিনেতা। আরেক বাঙালি অভিনেত্রীকেও দেখা যাবে, তিনি যদিও পদ্মাপারের কন্যা, তবে সৃজিত মুখোপাধ্যায়ের দৌলতে টলিউডে এখন বেজায় নাম-ডাক ‘মুসকান জুবেরি’ থুড়ি, আজমেরি হক বাঁধনের।
‘খুফিয়া’র কাস্টিংও চমকপ্রদ। শিলাজিৎ তাঁর পয়লা বলিউড ছবিতেই স্ক্রিনস্পেস শেয়ার করছেন আজমেরি হক (Azmeri Haque), আলি ফজল (Ali Fazal), তাবু (Tabu), আশীষ বিদ্যার্থী ও ওয়াকিমা গাব্বির সঙ্গে। দিন দুয়েক আগে ফেসবুকে ‘দিল্লি চলো’ নামে একটি পোস্ট শেয়ার করেছেন শিলাজিৎ। শুধু তাই নয়, সোমবার সকাল সকাল দিল্লি থেকে বৃষ্টির ভিডিও আপলোড করেছেন।
[আরও পড়ুন: ‘নির্লজ্জ, হিন্দু বলে পরিচয় দিও না’, জুতো পরে গণেশমূর্তির ওপর বসায় শ্রাবন্তীকে আক্রমণ]
তা ‘খুফিয়া’ ছবির গল্পটা কীরকম? থ্রিলার প্লট। রহস্য-রোমাঞ্চে ভরপুর। অমর ভূষণের ‘এসকেপ টু নাওহেয়ার’ উপন্যাসের প্রেক্ষাপটে চিত্রনাট্য সাজানো হয়েছে। প্রযোজর বিশাল ভরদ্বাজ নিজেই। উপরন্তু রোহন নরুলার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন