অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা রবিবার অভিযোগ করেন, বাদামী হওয়ার কারণে সিডনি এয়ারপোর্টে অস্বস্তিকর ব্যবহারের সম্মুখীন হতে হয় তাকে। কেবিন লাগেজ নিয়ে অভব্য আচরণ করেন বিমানবন্দরের মহিলা কর্মচারী। তিনি হতাশ হয়ে ইনস্টাগ্রামে লেখেন, গায়ের রঙয়ের কারণে কারোর প্রতি ব্যবহার বদলে যাওয়াটা দুঃখের। ২০০৭ সালে ব্রিটিশ রিয়্যালিটি শো সেলিব্রিটি বিগ ব্রাদারে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। পরে অবশ্য সেই শো জেতেন তিনি। দ্বিতীয়বার একই অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।
কোয়ান্টাস এয়ারওয়েজের মহিলা কর্মচারী ক্যাবিন লাগেজকে নিয়ে অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, এমনটাই দাবী শিল্পা শেট্টি কুন্দ্রার। ৪৩ বছরের এই নায়িকা ইনস্টাগ্রামে লেখেন, ''চেক ইন কাউন্টারে গ্রাম্পি মেলের সঙ্গে সাক্ষাৎ হয়, যিনি ব্রাউন মানুষদের তুচ্ছ করার ইঙ্গিতে কথা বলেন। বিজনেস ক্লাসে ফ্লাই করছিলাম এবং সঙ্গে দুটো লাগেজ ব্যাগ ছিল। কিন্তু মহিলা মনে করে নেন আমার অর্ধেক খালি ডাফেল ব্যাগ নাকি বেশি বড়।
"পরে আমি আরও দুটো কাউন্টারে যাই আর তারা নরমভাবেই বলেন যে এটা ওভার সাইজ ব্যাগ নয়। তারপরেও নাকি ওই মহিলা খারাপ ব্যবহারই করেন। এই কাউন্টার ওই কাউন্টার করার পর শিল্পা অন্য কর্মচারীকে ওই মহিলার অভব্যতার কথা বলেন এবং পরে যথারীতি ওই ব্যাগ নিয়েই ফ্লাইটে ওঠেন। ধড়ক অভিনেত্রী বলেন, সোশালে তাঁর এই ঘটনাটা লেখার কারণই হল যাতে কোয়ান্টাস এয়ারওয়েজের লোকেরা এই ঘটনাটা নিয়ে উপযুক্ত পদক্ষেপ নিতে পারে।
তিনি আরও বলেন, ''বিমানবন্দরের কর্মচারীদের আরও নমনীয় হওয়া প্রয়োজন, তাদের কাছে মানুষ সাহায্য চাইতে যান। এভাবে চামড়ার রঙয়ের ভিত্তিতে ব্যবহার বদলে যাওয়াটা হতাশার। তাঁদের জানা উচিৎ, কড়া আর অভব্য ব্যবহার মেনে নেওয়া হবে না।" ছবিতে তিনি ব্যাগটা দেখিয়ে তাঁর ফ্যানেদের জিজ্ঞাসাও করেন যে ব্যাগটা প্রয়োজনের তুলনায় বড় কী না।