পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) জেলে। আর তার মাঝেই বম্বে হাইকোর্টের (Bombay HC) কাছে ২৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। অভিনেত্রীর অভিযোগ, স্বামীর গ্রেফতারির পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে কুরুচিকর, চটুল লেখালেখি হচ্ছে। এতে বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর ভাবমূর্তি বিঘ্নিত হতে পারে। সেই মামলার শুনানিই রয়েছে আজ অর্থাৎ শুক্রবার।
বম্বে হাইকোর্টের কাছে শিল্পার আবেদন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে যে মুখরোচক খবর লেখা হয়েছে তাঁর নামে, সেগুলি যেন মুছে ফেলা হয়। নতুবা তাঁর মানহানির জন্য ২৫ কোটি টাকা মাশুল গুণতে হতে পারে। ওই অভিযোগনামায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ-সহ মোট ২৯টি সংবাদমাধ্যমের নাম রয়েছে।
প্রসঙ্গত, পর্নফিল্ম বানিয়ে হটশট নামক অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই থেকে গ্রেফতার রাজ কুন্দ্রা। গোটা ইন্ডাস্ট্রিজুড়ে শোরগোল। স্বাভাবিকভাবেই রাজের পর সন্দেহের তীর গিয়েছিল স্ত্রী শিল্পা শেট্টির দিকেও। গত মঙ্গলবার জুহুর বাড়িতে তল্লাশির সময় রাজকে সঙ্গে নিয়েই সেখানে অভিনেত্রীকে জেরা করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ৬ ঘণ্টা ধরে জেরা চালানো হয়। আপাতত রাজ ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন।
এদিকে জুহুর বাংলোয় মা সুনন্দা এবং বোন সমিতা শেট্টির সঙ্গে রয়েছেন শিল্পা। দুই সন্তানকেও তাঁকেই সামলাতে হচ্ছে। পাশাপাশি রাজ কুন্দ্রার এমন কীর্তির জন্য ‘সুপার ডান্সার সিজন ৪’-এর শ্যুটিংয়েও যাচ্ছেন না শিল্পা। তাঁর পরিবর্তে বিচারকের আসনে দেখা যাচ্ছে করিশ্মা কাপুরকে। উপরন্তু পুলিশের জেরা, তদন্তে সহযোগিতা করার মতো বিষয়গুলি তো রয়েইছে। এর মাঝেই শোনা গিয়েছিল, শিল্পার ফোন ক্লোনিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ। আর সেই প্রেক্ষিতেই শিল্পাকে নিয়ে এযাবৎকাল বিভিন্ন সংবাদমাধ্যমে মুখরোচক খবর লেখা হয়েছে। আর তাতেই তিতিবিরক্ত হয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ শিল্পা শেট্টি। সেই মামলার শুনানি শুক্রবার অর্থাৎ আজ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন