Shilpa Shetty: 'আট থেকে দশ বছর কোমরে দাগ ছিল', শাহরুখের সঙ্গে কোন সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ শিল্পার?

Shilpa Shetty Scar On Her Hip: বাজিগড়ের শুটিংয়ের সময় হারনেস পরতে হয়েছিল শিল্পাকে। সেই জন্য কোমরে আট থেকে দশ বছর দাগ ছিল। সম্প্রতি একটি ফিল্ম ফেস্টিভ্যালে সেই অভিজ্ঞতার কথা বললেন শিল্পা শেট্টি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শাহরুখের সঙ্গে কোন সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ শিল্পার?

শাহরুখের সঙ্গে কোন সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ শিল্পার?

Shilpa Shetty Baazigar: নয়ের দশকে বলউডের অন্যতম সুপারহিট মুভির তালিকায় নিঃসন্দেহে যে ছবির নাম উঠে আসে সেটি হল বাজিগড়। শাহরুখ-কাজল-শিল্পা শেট্টি অভিনীত এই ছবির জৌলুস আজও বিন্দুমাত্র ফিকে হয়নি। বরং নতুন করে চর্চায় উঠে এসেছে নয়ের দশকের এই ব্লকবাস্টার মুভি। সৌজন্যে শিল্পা শেট্টি। কেরিয়ারের প্রথম ছবিতে শাহরুখ-কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

Advertisment

সম্প্রতি একটি ফিল্ম ফেস্টিভ্যালে শিল্পা শেট্টি শাহরুখের সঙ্গে একটি ক্লাইম্যাক্স শুটের অভিজ্ঞতা শেয়ার করলেন। যার প্রেক্ষিতে ফের নতুন করে চর্চায় বাজিগড়। বহুতলের উপর থেকে শিল্পাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দৃশ্যের শুটিং করতে গিয়ে আট থেকে দশ বছর অভিনেত্রীর কোমড়ে দাগ ছিল। ছবি মুক্তির এতগুলো বছর সেই গল্প সকলের সঙ্গে ভাগ করে নিলেন শিল্পা। 

স্মৃতিচারণা করতে গিয়ে শিল্পা বলেন, 'ওই দৃশ্যের শুটিংয়ের অ্যাকশন ডিরেক্টর ছিলেন আকবর ভাই। পাঁচবার শট দিয়েছিলাম। আমার কোমড়ে প্রায় আট থেকে দশ বছর দাগ ছিল। কারণ শুটিংয়ের প্রয়োজনে আমাকে হারনেস পরতে বলেছিল। ওটার জন্যই দাগ হয়ে হয়ে গিয়েছিল।'

Advertisment

কেরিয়ারের শুরুর দিনগুলো মোটেই খুব একটা সহজ ছিল না। অতীতের কথা বলতে গিয়ে বলেন, 'সিনেমা সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না। শুটিং সেটে আমি তখন শিক্ষানবিশ। দক্ষিণ ভারত থেকে সদ্য এসেছি। কদের ভাইকে বলেছিলাম আমাকে উর্দু শিখিয়ে দিতে। সময়ের সঙ্গে সব শিখেছি।'

আজকের দিন সিনেমায় ভিএরএক্সের বাড়বাড়ন্ত। কিন্তু, নয়র দশকে সেই সুবিধা ছিল না। সমস্ত শট অভিনেতা-অভিনেত্রীদেরই দিতে হত। শিল্পার কথায়, 'আমাদের সময় কোনও VFX ছিল না। তাই বহুতল বিল্ডিং থেকে পড়ে যাওয়ার দৃশ্যের পুরো শটটাই আমাকে দিতে হয়েছিল। ওই দৃশ্যের শুটিংয়ের পর ১৫ মিনিট আমি মৃত ছিলাম।'

শাহরুখের অভিনয়েরল প্রশংসা করে শিল্পা বলেন,'যখন ফাইনাল শটটা দেখলাম তখন মনে হয়েছিল এটি হিন্দি সিনেদুনিয়ার সেরা শট।  একটা নির্দোষ নায়িকাকে সিনেমার হিরো ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে! শাহরুখ খান সত্যিই অসাধারণ।'

bollywood movie Shah Rukh khan Bollywood News bollywood actress Shilpa Shetty Bollywood Actor