সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন শিল্পা শেঠি ( Shilpa Shetty )? কিন্তু হঠাৎ কী কারণেই রাতারাতি এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? এমনিতেও যথেষ্ট সক্রিয় থাকতেন সোশ্যাল মিডিয়ায়, নানা সময়ে মুহূর্ত শেয়ার করতেন, তবে কারণ?
খোলাখুলি কিছু না জানালেও শিল্পা বলেন, “একঘেয়ে জিনিস, খুব বোর লাগছে। নতুন কিছু না পেলে ফিরব না, ততদিনের জন্য বিরতি নিচ্ছি।” যদিও বা অভিনেত্রীর এই কাজের পেছনে আদৌ কোনও রহস্য রয়েছে কিনা, তারই খোঁজে রয়েছেন অনুরাগীরা। আবার কেউ বলছেন, ইনস্টাগ্রামের প্রমোশনের কারণেই এসব বলছেন শিল্পা হয়তো নতুন ফিচার নিয়েই আসতে চলেছেন অভিনেত্রী।
শিল্পার ইনস্টাগ্রাম কিন্তু নজর কাড়ার মত। মজাদার রিল থেকে ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে নানান ভিডিও ছবি- সবসময় সুন্দর মুহূর্ত শেয়ার করেন তিনি। এমনকি, স্বামী রাজ কুন্দ্রার কারাবাসের সময়েও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন তিনি। বেশ কিছুদিন আগে তার নতুন ছবির পোস্টার শেয়ার করে লিখেছিলেন, আমি নির্ভীক! আমার জীবন একেবারেই বইয়ের পাতার মত খোলা, পৃথিবী নির্লজ্জ বলে তো কী আমার স্বপ্ন গুলিও সবার মত।