দেড় হাজার পাতার চার্জশিট জমা পড়েছে স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে। যার প্রেক্ষিতে সদ্য মুম্বই পুলিশের কাছে বয়ানও দিয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। পর্নফিল্ম কাণ্ডে স্বামী এখনও জেলে। এবার পুলিশের কাছে বিবৃতি দিয়েই বৈষ্ণোদেবী (Vaishno Devi) তীর্থে ছুটলেন অভিনেত্রী।
বুধবার কাটরায় পৌঁছন শিল্পা। সেখান থেকে ঘোড়ায় চড়ে কড়া পুলিশি নিরাপত্তার মাঝে পাহাড় চূড়ায় বৈষ্ণোদেবী অবধি যান। আর সেই ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায়। অভিনেত্রীর কথায়, "মা ডেকেছেন, তাই চলে এসেছি।" মুখে 'জয় মাতা দি' মন্ত্রও জপ করতে দেখা যায় শিল্পাকে।
প্রসঙ্গত মুম্বই পুলিশে দেওয়া বিবৃতিতে অভিনেত্রী জানিয়েছেন, ২০১৫ সালে শুরু করা ভিভান ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শিল্পা ২০২০ সাল অবধিই কোম্পানির ডিরেক্টর ছিলেন। কারণ, ওই সংস্থায় তাঁর শেয়ার ছিল ২৫ শতাংশ। পরে ব্যক্তিগত কারণে কাজের ব্যস্ততায় কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী। প্রপার্টি সেল আধিকারিকদের কাছে তিনি জানা, হটশটস ও বলিফেম নামক কোনও অ্যাপের তথ্যই তাঁর কাছে ছিল না। অতঃপর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে যে পর্নফিল্ম বানানোনর অভিযোগ উঠেছে, সেই সম্পর্কে তিনি জানতেনই না।
<আরও পড়ুন: ছেলের বাবা যশই, ঈশানের পিতৃপরিচয় সামনে আনলেন ‘মা’ নুসরত জাহান>
উল্লেখ্য, পর্নফিল্ম কাণ্ডের জেরে স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) এখনও জেলে। বাড়ি ফেরা হয়নি শিল্পা-পতির। এদিকে নিজেকে ক্রমাগত মানসিকভাবে আরও শক্ত করে তুলছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। কারণ, স্বামীর পুলিশি হেফাজতের সময় থেকেই অভিনেত্রীর গোটা পরিবারকে বেজায় ঝড়-ঝাপটার সম্মুখীন হতে হয়েছে। নিন্দুকদের হাজারো কটাক্ষ-সমালোচনায় জেরবার হতে হয়েছে তাঁকে। তবে সেসব কাটিয়ে শিল্পা দিন কয়েক আগেই কাজে যোগ দিয়েছেন। রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে তাঁর উজ্জ্বল উপস্থিতিতে খুশি অনুরাগীরা। আর এর মাঝেই মানসিক শান্তির জন্য বৈষ্ণোদেবী যাত্রা করে এলেন শিল্পা শেট্টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন