Bigg Boss 13: সিজন ১৩ নিয়ে বিগ বস ফ্যানেরা অনেকেই বেশ বিক্ষুব্ধ নানা কারণে। কখনও তাঁরা প্রতিযোগীদের অতিরিক্ত ঝগড়াঝাঁটি দেখে বিরক্ত হয়েছেন, কখনও আবার শোয়ের কয়েকটি গেম খুবই প্রাপ্তবয়স্ক, এমন অভিযোগও এসেছে। এরই মধ্যে প্রাক্তন বিগ বস বিজয়িনী শিল্পা শিন্ডে অভিযোগ করেছেন যে এই শো-টি স্ক্রিপ্টেড এবং এখানে সিদ্ধার্থ শুক্লাকে শোয়ের নায়ক হিসেবে তুলে ধরা হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শিল্পা এমনও বলেছেন যে শো-তে প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে যে হাসিঠাট্টা করা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। তিনি পুরনো সিজনের তুলনা টেনে দেখিয়েছেন যে কেন তিনি মনে করছেন সিদ্ধার্থ শুক্লাকে নায়ক হিসেবে দেখানো হচ্ছে।
আরও পড়ুন: ভেবেছিলাম অরিন্দমের মতিভ্রম হয়েছে, ও ভুল বুঝতে পারবে: তনুরুচি শীল
সিদ্ধার্থ ও শেহনাজ। ছবি: সোশাল মিডিয়া থেকে
শিল্পা বলেন, ''আমার মনে হয় এই বছর শো-টা পুরোটাই স্ক্রিপ্টেড এবং নির্মাতারা নিজেদের ইচ্ছেমতো নিয়মকানুন তৈরি করছেন। যখন ইচ্ছে লোকজনকে বার করে দেওয়া হচ্ছে আবার যখন ইচ্ছে তাদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগের সিজনগুলোতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ত, তাহলে তাকে শো থেকে বিদায় নিতে হতো। কিন্তু এবার দেখা গেল এক সপ্তাহ মতো সিদ্ধার্থ শুক্লা শোয়ের বাইরে রইল, তার পরে আবার শো-তে ফেরত এসে গেল। শুধু সিদ্ধার্থকেই দেখছি ফয়েল পেপারে মুড়ে খাবার দেওয়া হচ্ছে, এরকম কেন হবে। সিদ্ধার্থকে এত ভিআইপি ট্রিটমেন্ট কেন। এর থেকেই বোঝা যায় নির্মাতারা সিদ্ধার্থকে কীভাবে দেখছেন। ওরা সিদ্ধার্থকেই সাপোর্ট করে যাচ্ছেন।''
এছাড়া এই শো-তে বিভিন্ন টাস্কে প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রসঙ্গ এনে তাঁদের যেভাবে উপহাসের পাত্র করে তোলা হচ্ছে, সেই নিয়েও প্রবল আপত্তি রয়েছে শিল্পার। রোহিত শেট্টি বা সলমনের মাধ্যমে নির্মাতারা যেভাবে প্রতিযোগীদের অস্বস্তিতে ফেলছেন, তার কড়া সমালোচনা করেছেন প্রাক্তন বিগ বস বিজয়িনী।