Actor Father Death: মর্মান্তিক দৃশ্য! ট্রাকের ধাক্কায় চলে গেলেন কাছের মানুষ, মৃত বাবাকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা

Actor Father Death: শাইন তার আবেগ ধরে রাখতে পারেননি। তিনি তার বাবাকে শেষ চুম্বন দিয়ে বিদায় জানালেন। অভিনেতার বাবা প্রতিটি সংকটের সময় তার পাশে দাঁড়িয়েছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়...

Actor Father Death: শাইন তার আবেগ ধরে রাখতে পারেননি। তিনি তার বাবাকে শেষ চুম্বন দিয়ে বিদায় জানালেন। অভিনেতার বাবা প্রতিটি সংকটের সময় তার পাশে দাঁড়িয়েছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shine Tom Chacko arrives to bid final goodbye to father who died in car accident cried emotionally

চলে গেলেন অভিনেতার বাবা, যেভাবে বিদায় দিলেন...

Actor Father Death: শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেতা শাইন টম চাকোর বাবা সিপি চাকোর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। শাইন এবং তার ৬৮ বছর বয়সী মা মারিয়া দুজনেই শেষকৃত্যে যোগ দিতে হাসপাতাল থেকে সরাসরি ত্রিশূর জেলার মুন্ডুরে তাদের বাড়িতে পৌঁছেছিলেন। বাবা সিপি চাকোর লাশের কাছে যেতেই শাইন আর মারিয়া দুজনেই কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত সকলের ওপরেই আরও গভীর বিষাদের ছাপ ফেলল সেই মুহূর্ত।

Advertisment

শাইন তার আবেগ ধরে রাখতে পারেননি। তিনি তার বাবাকে শেষ চুম্বন দিয়ে বিদায় জানালেন। অভিনেতার বাবা প্রতিটি সংকটের সময় তার পাশে দাঁড়িয়েছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাই জো জনকে জড়িয়ে ধরে কাঁদছেন তিনি। শাইনের বাম কাঁধের নিচে ও মেরুদণ্ডে সামান্য ফ্র্যাকচার হয়েছে। শেষকৃত্যের পর চিকিৎসকরা তার অস্ত্রোপচার করার কথাও বলেছেন।

দুর্ঘটনায় গুরুতর কোমরে চোট পাওয়া মারিয়াকে স্ট্রেচারে করে মুন্ডুর বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার সকালেই তাকে চাকোর মৃত্যুর খবর জানানো হয়। বাবার শেষকৃত্যে যোগ দিতে নিউজিল্যান্ড থেকে এসেছেন শাইনের দুই বোন সুমি ও রিয়া। বাড়িতে আনুষ্ঠানিকতা শেষে মুন্ডুর পরিকর্মলা মঠ চার্চ কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের পর মারিয়ারও অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে।

Advertisment

তামিলনাড়ুর সালেমের কাছে ধর্মপুরীতে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সিপি চাকো। তারা শাইন টম চাকোর চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাচ্ছিলেন। ঠিক তখন বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। সিপি চাকো ঘটনাস্থলেই মারা যান এবং শাইন, মারিয়া, জো এবং তাদের ড্রাইভার অনীশকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিপি চাকো, শাইন টম চাকোর জন্য অনুপ্রেরণা এবং সমর্থনের একটি ধ্রুবক উত্স ছিলেন। ছেলেকে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রখ্যাত পরিচালক কমলের সঙ্গে সিপি চাকোর যোগাযোগের মাধ্যমেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন শাইন। ২০১১ সালে 'গদ্দামা' ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেকের আগে তিনি বেশ কয়েক বছর কামালের সহকারী হিসেবে কাজ করেন। এমনকি শাইন যখন নিজেকে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, তখনও তার বাবা দৃঢ়ভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন। 

Entertainment News Today Death Entertainment News