রাজনীতির ময়দানে সদ্য দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)। ক্ষুব্ধ মনে কংগ্রেস ছেড়েছেন মাস খানেক আগেই। বর্তমানে তিনি মহারাষ্ট্রের শাসকদল শিব সেনার সদস্য। আর সদ্য নতুন পার্টিতে যোগ দিয়েই কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) একহাত নিলেন রাজনীতিক তথা বলিউড অভিনেত্রী। কোনওরকম রেয়াত না করেই উর্মিলার সাফ মন্তব্য, "কঙ্গনাকে একটু বেশিই পাত্তা দেওয়া হচ্ছে।"
সম্প্রতি শিব সেনা দলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল উর্মিলা সেখানেই তাঁকে কঙ্গনা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। যিনি কিনা উর্মিলাকে কটাক্ষ করে 'সফট পর্নস্টার' তকমা সেঁটেছিলেন। অন্যদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই কঙ্গনা উদ্ধব প্রশাসন তথা শিব সেনার উদ্দেশে তোপ দেগে একাধিক মন্তব্য করেছেন। তাই স্বাভাবিকভাবেউ উর্মিলা শিব সেনায় যোগ দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে, এবার বোধহয় 'বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন'কে যোগ্য জবাব দেবেন উর্মিলা। কিন্তু কোথায় কী? তার পরিবর্তে কঙ্গনাকে বিন্দুমাত্র পাত্তা দিতেই নারাজ তিনি!
এপ্রসঙ্গে উর্মিলা মাতন্ডকরের সাফ উত্তর, "আমি ওঁর সঙ্গে কোনওরকম বাকযুদ্ধ চাই না। ওঁর খুব একটা ভক্তও নই আমি। আমার মনে হয় ওঁকে নিয়ে অযথা অনেক বেশি কথা বলে ফেলেছি আমরা। সুতরাং আর কিছু বলতে চাই না! আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, যেখানে সকলেরই বাকস্বাধীনতা রয়েছে। যার যা খুশি বলতে পারে। আমি আজ এটা পরিষ্কার করে দিতে চাই যে, কঙ্গনার কোনও কথারই কোনওরকম প্রত্যুত্তর আমি কোনওদিন করিনি।"
উল্লেখ্য, এদিন কঙ্গনা প্রসঙ্গ এড়িয়ে গেলেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা বলিউডে যে মাদকচক্র যোগের অভিযোগ এনেছিলেন, তাতে সপাট জবাব দিয়েছিলেন উর্মিলা। বলেছিলেন, "কঙ্গনা কি ভুলে গিয়েছেন যে দেশে সবথেকে বেশি গাঁজার চাষ হয় ওঁর হোমটাউন হিমাচলেই!"