/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/akshay.jpg)
মঙ্গলবার রাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মুম্বইতে পা রেখেছেন। তাঁর দু দিনের মুম্বই সফরের প্রথমদিন রাতেই অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে সাক্ষাৎ সেরেছেন তিনি। আর যোগীর সেই নৈশভোজের আমন্ত্রণে সাড়া দিয়ে বলিউড অভিনেতা এবার শিব সেনার রোষানলে।
নয়ডায় ফিল্মসিটি তৈরির জন্যই অক্ষয়ের সঙ্গে আলোচনা সারতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন যোগী। খিলাড়ি কুমারও সেই আমন্ত্রণ রক্ষা করেছেন। মঙ্গলবার ওবেরয় হোটেলে গিয়ে যোগীর সঙ্গে দেখা করে এসেছেন তিনি। যে সাক্ষাতের ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী খোদ পোস্ট করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। আর তারপর থেকেই শোরগোল শুরু হয় নেটপাড়ায়। ফিল্মসিটি তৈরির আলোচনা নিয়ে কেন শুধু অক্ষয়কেই ডেকে পাঠালেন আদিত্যনাথ? সেই প্রশ্নও ইতিমধ্যে তুলেছেন অনেকে। নজর এড়ায়নি মহারাষ্ট্রের শাসকদল শিব সেনারও। সেই প্রেক্ষিতেই মুখ খুলেছেন শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত।
"মুম্বই ফিল্মসিটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। দক্ষিণে যেমন একটি বড় ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, তেমনি পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গেও রয়েছে। যোগীজি কি ওইসব রাজ্যের পরিচালক, প্রযোজকদের সঙ্গে বৈঠক করেছেন, নাকি শুধু মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা পরিবর্তন নিয়েই তাঁদের মধ্যে শুধু কথা হয়েছে?", প্রশ্ন ছুঁড়েছেন সঞ্জয় রাউত।
প্রসঙ্গত, মোদির সাক্ষাৎকার নেওয়ার পর থেকেই গেরুয়া শিবির ভক্তির তকমা সেঁটেছে খিলাড়ি কুমারের নামের সঙ্গে। ইতিমধ্যেই সেই ইস্যু ঘিরে জল্পনাও কম হয়নি। এবার যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার খবর প্রকাশ্যে আসার পর সেই ইস্যু যেন ফের একবার স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল। যার জেরে শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত নাম না করেই তোপ দাগলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের দিকে।
Not easy to shift Mumbai's film city to another place. The film industry in south India is also big, there're film cities in WB & Punjab too. Will Yogi Ji also visit these places & talk to directors/artists there or is he going to do so only in Mumbai?: Sanjay Raut, Shiv Sena pic.twitter.com/JTh6UU3CcM
— ANI (@ANI) December 2, 2020
आज मुंबई में भारतीय फिल्म जगत के लोकप्रिय अभिनेता श्री @akshaykumar जी से शिष्टाचार भेंट हुई।
चलचित्र जगत के विभिन्न पहलुओं के संबंध में उनसे सार्थक विमर्श हुआ।
अपने कार्य के प्रति उनकी समझ, लगन और रचनाधर्मिता युवाओं के लिए प्रेरणास्पद है। pic.twitter.com/O9kBEGy9mh
— Yogi Adityanath (@myogiadityanath) December 1, 2020