২০১৪ সালের সেই ভয়ঙ্কর ঘটনা। বর্ধমানের খাগরাগড় এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণ। দুর্গাপুজোর মহাষ্টমী, সেদিন কেঁপে উঠেছিল বর্ধমান শহর। এবার, সেই সত্যের সন্ধান করতেই নেমে পড়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। শিবু, নন্দিতার তত্বাবধানে নতুন ছবি 'রক্তবীজ', তাঁর মানেই ভীষণ এক গুরুত্বপূর্ন একটি বিষয় ফুটে উঠতে চলেছে এই ছবির মধ্যে দিয়ে।
Advertisment
দীর্ঘ, অনেকবছর পর ফের এক সামাজিক ইস্যু নিয়ে কাজ করছেন দুই পরিচালক। আনন্দের বিষয়, এই ছবি দিয়েই আবারও কামব্যাক করছেন ভিক্টর বন্দোপাধ্যায়। বেশ গুরুত্বপূর্ন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। কিংবদন্তিদের সঙ্গে কাজ করার অভ্যাস শিবুর আজকের না। বরং সৌমিত্র চট্টোপাধ্যায় এর সঙ্গেও তিনি একের পর এক ছবি করেছেন। এবার ভিক্টর বাবুর সঙ্গে প্রথম কাজ। কীভাবে, বর্ষীয়ান অভিনেতাকে এই চরিত্রের জন্য মানিয়েছিলেন তিনি? নাকি শিবু নন্দিতার নাম শুনেই রাজি হয়ে গিয়েছিলেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে প্রকাশ্যেই শিবু বললেন, "না না! মোটেই সহজ হয়নি। একটা মিউচ্যুয়াল শ্রদ্ধা কিংবা বোঝাপড়া বল বা প্রশংসাসূচক কিছু, সেটা আগে থেকেই ছিল। অপেক্ষা করছিলাম, যে কবে কাজ করব তাঁর সঙ্গে। আমি ভিক্টরদাকে মেসেজ করেছিলাম। তিনি উত্তর দিলেন। তারপর, আমি তাঁকে ফোন করেছিলাম। উনাকে বললাম, আমি জানি না আপনি আমার আর নন্দিতা দির কাজ দেখেছেন কিনা। উনি, তখনই আমায় জানালেন, যে তোমাদের নাম না জানলে বা কাজ না দেখলে তোমার মেসেজের উত্তর আমি দিতাম না। কাজেই, আমি মনে করি একটা ভালবাসা ওনার রয়েছে আমার সিনেমার প্রতি।"
পরিচালক আজ পর্যন্ত যে ছবিতেই হাত দিয়েছেন সেটাই সুপারহিট। নিজের প্রতিটা ছবির আগে যেমন ওয়ার্কশপ করেন, তেমনই দিনশেষে তাঁর একটাই লক্ষ্য...মানুষকে বিনোদন দেওয়া। যারা ছবি দেখতে যাচ্ছেন, তাঁরা যেন কিছু তথ্য নিয়েই ফেরেন। শিবু জানান, যেভাবে চরিত্রটা ভিক্টরদার কাছে প্রেজেন্ট করা হয়েছিল, উনি একবারেই রাজি হয়ে গিয়েছিলেন।
উল্লেখ্য, পুজোর আগেই রিলিজ করতে চলেছে এই ছবি। বর্ধমানের ঘটনাকে পর্দায় ফুটিয়ে তোলার যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে শিবপ্রসাদ-নন্দিতা বাহবার যোগ্য। নতুন, ছবিতে বেশ কিছু টুইস্ট রাখছেন তিনি। ছবিতে কাজ করছেন, মিমি চক্রবর্তী থেকে আবির চট্টোপাধ্যায় এবং অন্যান্য।