Advertisment

শিবপ্রসাদের চলার পথে হাত ধরলেন রাখী-শ্রাবন্তী, জানুয়ারিতে নতুন শুরু পরিচালকের

রক্তবীজ পঞ্চাশ দিনে পৌঁছনোর আগেই শিবুর নতুন চমক, দীর্ঘদিন যে কাজ থেকে দূরে ছিলেন এবার সেটাই করতে চলেছেন...

author-image
Anurupa Chakraborty
New Update
Shivaprasad Nandita new film amar boss starring srabanti Chatterjee and rakhi Gulzar

শিবুর নতুন চমক

শিবু নন্দিতা একেবারেই মানুষকে চমকে দিতে ব্যার্থ হন না। তাঁর একটাই কারণ, তাদের মগজে মননে সর্বত্র শুধু সিনেমা। কথায় বলে সিনেমা বানানো হয়, তবে যেভাবে তারা একের পর এক কনটেন্ট দিচ্ছেন তাতে চমকে যেতে হয়।

Advertisment

ফের একবার তারা ঘোষণা করলেন নতুন ছবির। রক্তবীজের ঝড় আজও অব্যাহত। দেশ জুড়ে এই সিনেমাকে যথেষ্ট ভালবেসেছেন সকলে। এরইমধ্যে নতুন ছবি নিজে হাজির তারকা পরিচালকদ্বয়। থাকবে বিরাট চমক। অনেকদিন পর শিবু ফিরছেন অভিনয়ে। আর তার সঙ্গেই থাকছেন বাংলার দুই মেয়ে।

তাদের মধ্যে একজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর জন্য সামনের বছর বিরাট ভাল হতে চলেছে একথা বলাই যায়। তাঁর অনেকগুলো কারণ! প্রথম তিনি দেবী চৌধুরানী ছবিতে কাজ করছেন এবং দ্বিতীয় শিবু নন্দিতার সঙ্গে কাজ। আর একজন শ্রদ্ধেয়া রাখী গুলজার। পরিচালক নিজেই জানিয়েছেন এই সুখবর।

কী লিখছেন তারা?

"রক্তবীজ পঞ্চাশ দিনের পথে... বিশ্বজুড়ে রক্তবীজের রমরমা এখনও অব্যাহত, আর ইতিমধ্যেই শুরু হতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি, আরও একটা নতুন গল্প, আবারও একটা নতুন চমক। ছবির নাম 'আমার বস'। এই নতুন পথ চলায় আমাদের সাথে থাকছেন শ্রদ্ধেয়া রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জি। শুটিং শুরু জানুয়ারি মাসে। আশা করি প্রত্যেকবারের মত এবারও আপনাদের পাশে পাব।"

কেমন হতে চলেছে গল্প?

সুত্রের খবর, মা ছেলের এক অনন্য গল্প হতে চলেছে এটি। গতকাল মুম্বাই গিয়ে সমস্ত সিদ্ধান্ত সেরে ফেলেছেন শিবু। রাখী অভিনয় করছেন তাঁর মায়ের ভুমিকায়। মে মাসে রিলিজ করতে চলেছে এই ছবি।

উল্লেখ্য, সবসময় নতুন কিছু উপহার দেওয়া এই দুই পরিচালকের স্বভাব। তাঁর বাংলার মানুষের কাছে নতুন কিছু উপস্থাপন করতেই ভালবাসেন। এবারও ব্যতিক্রম নয়। কবে রিলিজ করতে চলেছে এই ছবি সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে।

tollywood Srabanti Chatterjee Shiboprosad Mukherjee Nandita Roy Entertainment News
Advertisment