Ritwick Criticizes Dev: 'নিজেদের গ্যদগ্যদে জ্ঞান বিলিয়ে...', 'খাদানে'র সাফল্যে কোণঠাসা 'সন্তান', দেবকে নিয়ে হিংসা উগরে দিলেন ঋত্বিক?

Ritwick And Dev: ঋত্বিক সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি নানা বিষয়ে নানা মন্তব্য করে থাকেন। এমনকি, যেকোনও কিছুতেই চায়ের দোকান থেকে শুরু করে মজার ছলে নানা কথা বলে থাকেন।

Ritwick And Dev: ঋত্বিক সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি নানা বিষয়ে নানা মন্তব্য করে থাকেন। এমনকি, যেকোনও কিছুতেই চায়ের দোকান থেকে শুরু করে মজার ছলে নানা কথা বলে থাকেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ritwick criticizes dev - khadaan- sontan

খাদানের সামনে ঋত্বিকের সন্তান সেভাবে জায়গা পায়নি, সেকারণেই কি... Photograph: (Instagram)

বাংলা ছবি ইস ব্যাক। অন্তত দেবের খাদান যে হারে মানুষকে হলমুখী করে তুলেছে, সেটি নিদারুণ প্রশংসা রাখে। অভিনেতাকে তো পিঠ চাপড়ে দিতেই হয়। কারণ, দীর্ঘদিন পর নিজের ছবির মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। দেব যে শুধু নিজের নাম এবং অ্যাকশনের মাধ্যমে এইভাবে বাংলা ছবিকে বড় জায়গায় নিয়ে যেতে পারেন, সেটা আজ পরিস্কার। 

Advertisment

কিন্তু, দেবের সাফল্য কি চোখে বালি আরেক তারকার? অন্তত সমাজ মাধ্যমে তাঁর পোস্ট সেরকম ইঙ্গিত দিচ্ছে। তাঁর ছবিও রিলিজ করেছে ২০ তারিখ। এবং বলা উচিত দেবের খাদানের বাইরে আরেকটি বিগ বাজেট ছবি সেটি। প্রসঙ্গে সন্তান এবং ঋত্বিক চক্রবর্তী। রাজের এই ছবি নিয়ে আলোচনার থেকে বেশি সমালোচনা হয়েছে। কারণ, রাজ নিজে দেবকে নাকি খাটো করে মন্তব্য করেছিলেন। এবং, তারপর থেকে দেব ভক্তরা ক্ষেপে আগুন। তাঁর থেকেও বড় কথা, দেবের ছবি যেহারে একাই বক্স অফিস কাঁপিয়ে যাচ্ছে, তাতে কি একটু হলেও হিংসা হচ্ছে সেই তারকার?

ঋত্বিক সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি নানা বিষয়ে নানা মন্তব্য করে থাকেন। এমনকি, যেকোনও কিছুতেই চায়ের দোকান থেকে শুরু করে মজার ছলে নানা কথা বলে থাকেন। তাই আজ যখন সন্তান বক্স অফিস রেকর্ডের দিক দিয়ে দেবের ধারে কাছেও নেই, তখনই তিনি একটি মন্তব্য করে বসলেন। ঋত্বিক লিখছেন...

"চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম "সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে  সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!!" অভিনেতার এই পোস্ট, দেখে এটুকু পরিষ্কার, যে তিনি দেবকে বিঁধেছেন। দেবের কমার্শিয়াল বাণিজ্যিক ছবিটি যে দেদার বাকি সবাইকে পিছিয়ে ফেলে দিয়েছে, সেকথা বুঝতে আর বাকি নেই। এখানেই থামলেন না তিনি।

Advertisment

বরং, বাংলা ছবি দেখার কথা বলেন। কোনটা ট্রেন্ডিং আর কোনটা না, নিজের দিকটা বুঝেই তিনি আরও বলে চললেন, "আমিও ট্রেন্ড অনুযায়ী না -বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।" কিন্তু দেব ভক্তরা ক্ষেপে আগুন। চোটে একসার তাঁরা। বললেন...

"দাদা আপনার কষ্টটা কেউ বুঝবে না, আমি বুঝি এই কষ্ট টা। তবে মন ভালো করার জন্য একটা ছবি দেখতে পারেন...... Khadaan বলে একটা বাংলা ছবি খুব এন্টারটেনমেন্ট হয়েছে দেখতে পারেন। আবার কেউ বললেন, "হিংসা মানুষকে কতটুকু নিজে নামাতে পারে আপনাকে দেখেই বুঝলাম। একেই বলে নিজে না পারলে আরেকজন পারলে হিংসা লাগবেই। দেবদার আপনি জুতার পায়ের যোগ্য নও।" কারওর কথায়, "জ্বলছে আপনার সেটা প্রমাণ করলেন।"

Ritwick Chakraborty tollywood news tollywood Dev Tollywood superstar Dev Khadaan