করোনা কেড়ে নিল 'শ্যুটার দাদি'কে, চন্দ্র তোমরের মৃত্যুতে শোকপ্রকাশ তাপসী-ভূমির

শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
shooter dadi

দিন দুয়েক আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চন্দ্র তোমর। কিন্তু শেষরক্ষা হল না! 'শ্যুটার দাদি'কে কেড়ে নিল অতিমারীর দ্বিতীয় ঢেউ। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর শ্বাসকষ্টজনিত সমস্যায় মিরাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল বর্ষীয়াণ এই মহিলা বন্দুকবাজকে। সেখানেই শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisment

সম্প্রতি "'শ্যুটার দাদি' পরিবারের তরফে তাঁর টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছিল, দাদি চন্দ্রো তোমর করোনা পজিটিভ। নিঃশ্বাসে সমস্যা হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বর সকলকে সুস্থ রাখুন - পরিবার।"

চন্দ্রো তোমরের জীবনকাহিনি অবলম্বনে বলিউড ছবি তৈরি করেছিলেন অনুরাগ কাশ্যপ। 'সান্ড কি আঁখ' রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল বক্স অফিসে। সেই 'শ্যুটার দাদি'ই আর নেই। বিশ্বাস করতে পারছেন না তাপসী পান্নু, ভূমি পেড়নেকর। শোকপ্রকাশ করা হয়েছে উত্তরপ্রদেশের প্রশাসনের তরফেও।

Advertisment

COVID-19 Chandro Tomar Shooter Dadi