/indian-express-bangla/media/media_files/2024/10/18/eoIA4IKR5ej9elVhdBnv.jpg)
Shraddha Kapoor: কাকে ব্লক করেছেন শ্রদ্ধা?
শেষ সমাজ মাধ্যমে কাকে ব্লক করেছেন শ্রদ্ধা কাপুর? তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এমনই। তিনিতো সোশ্যাল মিডিয়া খুব সক্রিয় এবং এদের সঙ্গে প্রচন্ড মাত্রায় কথা বলতে থাকেন।
এ কথা অস্বীকার করার জায়গা নেই, সমাজমাধ্যমে তিনি বেশ সক্রিয়। মাঝেমধ্যেই, নানান ধরনের কিছু পোস্ট করতে থাকেন। আর আজ তিনি স্ক্রিনের রিলঞ্চে জানিয়ে দিলেন যে তিনি অনেকের মন্তব্য পর্যন্ত পড়েন। যদিও, তার বেশ কিছু পোস্টে এমন ঝলক আগেও মিলেছে। কিন্তু, তিনি নাকি হুটহাট অনেককে ফলো পর্যন্ত করেন!
অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, শেষ কাকে তিনি আনফলো করেছেন? অনেক ভাবনা চিন্তা করেই তিনি উত্তর দিতে শুরু করেন। তাঁর কথায়, তিনি যখন তখন কাউকে আনফলো করতে পারেন। তাঁর পেছনে অনেক বড় কারণ রয়েছে। তারকা সুলভ কোনও ব্যাপার নেই। একজন মানুষ কাউকে তাঁর সমাজ মাধ্যমে ফলো করতে গেলে নিশ্চই কিছু ভেবে দেখেন। কিন্তু, শ্রদ্ধা সেটা করেন না।
অভিনেত্রী সোজা বললেন, "আমি ভেবে দেখেছি, অনেক সময় আমি যাকে ফলো করতে চাই না, তাকেও আমি ফলো করে রেখে দি। তাই, পরে যখন দেখতে পাই যে এমন হয়েছে, আমি নিজেই অবাক হয়ে যাই, যে এটা কী হল, কেন হল? আমি এভাবে যে কত মানুষকে আনফলো করি।"
উল্লেখ্য, আশিকি ২ এর পর শ্রদ্ধার কেরিয়ারে চড়াই উৎরাই থাকলেও বর্তমানে স্ত্রী ২ যথেষ্ট সফলতা পেয়েছে। এবং মেল সেন্ট্রিক সব ছবি যেগুলি সফল হয়েছে, যথা RRR, পাঠান কিংবা জওয়ান, না অ্যানিমাল, তাঁর মধ্যে নারী কেন্দ্রিক এই ছবি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে।