Advertisment

Shraddha Kapoor-Modi: পর্দায় ফিরেই তুলকালাম শ্রদ্ধার, পেছনে ফেললেন নমোকেও!

Shraddha Kapoor stree 2: জনপ্রিয়তা পেয়েছে শ্রদ্ধার নতুন ছবি। সমাজ মাধ্যমে চর্চা হচ্ছে। রুপোলি পর্দায় এসেই শ্রদ্ধা কাঁপিয়েছেন চারিদিক। বাংলার হল গুলিতেও তাই নিয়ে চর্চা। ব্যবসা দিচ্ছে না বাংলা ছবি। কিন্তু স্ত্রী ২ সেই জায়গায় ব্যবসা দিচ্ছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shraddha Kapoor on stree 2 Priyanka Chopra appreciate actress fan following leads more than Narendra Modi

Stree 2 success: স্ত্রী ২ এর অসাধারণ সাফল্য...

সমাজমাধ্যমে ট্রেন্ডিং প্রিয়াঙ্কা চোপড়া এবং শ্রদ্ধা কাপুর। কিন্তু কেন? কী এমন করেছেন তাঁরা যে কারণে তাঁদের নিয়ে এত আলোচনা? এমনকি নরেন্দ্র মোদিকেও পেছনে ফেলেছেন শ্রদ্ধা কাপুর।

Advertisment

অভিনেতা তাঁর নতুন ছবি স্ত্রী ২ এর জন্য আলোচনায় রয়েছেন। এই ছবি সারা বিশ্বজুড়ে, প্রায় ৪০১ কোটির ব্যবসা করেছে। যেখানে, বাংলা ছবির হাল এই বাজারে খারাপ, সেখানে বাংলাতেও স্ত্রী ২ দারুণ ব্যবসা করেছে। ফলে, শ্রদ্ধা এখন আলোচনার শীর্ষে। দীর্ঘদিন পর তিনি পর্দায় এসেই কাঁপিয়ে দিয়েছেন।

কিন্তু, প্রিয়াঙ্কা কেন চর্চায়? অভিনেত্রীর সঙ্গে শ্রদ্ধা কাপুরের যোগ রয়েছে। আজই প্রিয়াঙ্কা দেশে ফিরেছেন। সকাল হতেই তাঁকে দেখা গেল বিমানবন্দরে। আর সমাজ মাধ্যমে তিনি শ্রদ্ধা কাপুরকে এমন কিছুর প্রতিক্রিয়া জানালেন, তাতে বেশ আপ্লুত ভক্তরা। বলিউডে সিকিওর অভিনেতা খুব কম হয়। নিজেরটা বাদ দিয়ে অন্যের প্রশংসা করতে সেভাবে কাউকে দেখা যায় না। কিন্তু স্ত্রী ২ যেই রিলিজ করল, এবং ভাল ব্যবসা করল, তখনই প্রিয়াঙ্কা সাবাশি জানালেন।

publive-image

আর সেই প্রতিক্রিয়া দেখেই বেশিরভাগ বললেন, এরকম অভিনেত্রী খুব কম আছেন। দীপিকার শেখা উচিত আর থেকে। কিন্তু, শ্রদ্ধা শুধু বক্স অফিসে রেকর্ড ব্রেক করলেন না। বরং, ভারতবর্ষের মুখ্য মানুষ নরেন্দ্র মোদিকেও পিছনে ফেললেন। শ্রদ্ধা কাপুরের ভক্ত সংখ্যা চড়চড় করে বাড়ছে। প্রায় কয়েক পয়েন্টে তিনি পেছনে ফেললেন মাননীয় প্রধানমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় যেখানে, নরেন্দ্র মোদির ভক্ত সংখ্যা ৯১.৩। সেখানে, ৯১.৭ ফলোয়ার সংখ্যা নিয়ে লিড দিচ্ছেন শ্রদ্ধা।

যদিও, ফলোয়ারদের ক্ষেত্রে প্রিয়াঙ্কা চোপড়া আজও এগিয়ে তাদের থেকে। এবং ভারতীয় হিসেবে বিরাট কোহলি সবথেকে আগে এগিয়ে রয়েছেন। যদিও, বর্তমানে প্রিয়াঙ্কার আচরণে মুগ্ধ বেশিরভাগ।

bollywood Entertainment News narendra modi Shraddha Kapoor
Advertisment