/indian-express-bangla/media/media_files/2025/02/22/JMq0utXO450wMIq9TAYM.jpg)
Shraddha - Bollywood: কী বলছেন শ্রদ্ধা? Photograph: (Instagram)
Shraddha kapoor-Bollywood: বি টাউনে যখন একের পর এক বিয়ে হচ্ছে, তখন কেউ কেউ এখনও সিঙ্গেল থেকেই সকলের মনে বেশ দুঃখ দিচ্ছেন। বলিউডের ব্যাচেলর গ্যাং এর মধ্যে যেমন আদিত্য রয় কাপুর রয়েছেন, তেমন আছেন শ্রদ্ধা কাপুর। এমনকি, কেউ কেউ তো শ্রদ্ধার বিয়ে দেখার জন্য অপেক্ষারত।
কিন্তু, বলিউড এই অভিনেত্রী সকলের বাড়িতে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করছেন, তবে নিজের বিয়ে নিয়ে তিনি কিছুই বলছেন না। আদৌ তাঁর প্রেমের সম্পর্ক কার সঙ্গে রয়েছে, কিংবা আদৌ কবে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি, সেই নিয়ে তাঁকে কথা বলতে শোনা না গেলেও, অভিনেত্রী এখন অন্যের বিয়েতে এই কান্ড করতেই ব্যস্ত। আর যেটা করছেন তিনি, সেটা সবাইকে দেখালেন পর্যন্ত।
বিয়েবাড়িতে সহজ কথায় মানুষ আনন্দ করতে আর পেটপুজো করতে যায়। শ্রদ্ধা বলিউডের বিগ শট হলেও তাঁর ক্ষেত্রেও এই একই কান্ড প্রযোজ্য। তিনিও বিয়ে বাড়িতে গিয়ে এই একই কাজ করতে শুরু করলেন। অভিনেত্রীর পরনে সোনালী রঙের লেহেঙ্গা। আর সবাইকে লুকিয়ে চুরিয়ে তিনি কেবল খেতে শুরু করলেন। অভিনেত্রী হয়েও যে তিনি এই খাবারটি খেতে এত ভালবাসেন, কেউ কল্পনাও করেছিল? সোজা প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর খাবার চোটে সব ভুলে গেলেন?
অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন, গুনতে ভুলে গিয়েছিলাম। তারপর তো মনে পড়ল বিয়ে বাড়িতে তো পানিপুরী একদম ফ্রি, সেখানে গুনতে নেই। হ্যাঁ, অভিনেত্রী পানিপুরি দেখেই নিজেকে সামলাতে পারলেন না। তাঁর সঙ্গে সঙ্গে মাটির ভাঁড়ে চা পর্যন্ত খেলেন। সকলকে দেখিয়ে দেখিয়ে চায়ের স্বাদ উপভোগ করলেন তিনি। আর অভিনেত্রীকে এহেন কান্ড করতে দেখে কী বলছেন তাঁর অনুরাগীরা?
তাঁদের কথায়, কী দারুণ, আপনিও এভাবেই বিয়ে বাড়ি গিয়ে খান? আবার কেউ বললেন, বিয়ে বাড়ি মানেই শুধু পেটভরে খাওয়াদাওয়া একথা আবারও আপনি প্রমাণ করলেন। আবার কেউ হাসি ছলে এও বলেন, শুকনো পাপড়ি চেয়ে নেবেন নাহলে কিন্তু বিরাট লস।