একসময় যে ম্যাগাজিনটা নিজের ঘরে তিনি খুঁজে বেড়াতেন, সেই ম্যাগাজিন তাঁর বাবার ছবি এলো কিনা এটাই দেখার চেষ্টা করতেন, আজ সেই ম্যাগাজিনের ডিজিটাল ভার্শন এর কভার গার্ল তিনি। প্রসঙ্গে শ্রদ্ধা কাপুর।
আজ, ফের আবার ইন্ডিয়ান এক্সপ্রেস এর স্ক্রিন ম্যাগাজিন নতুনভাবে লঞ্চ হয়েছে। ডিজিটাল স্তরে, এই ম্যাগাজিন এর প্রথম কভার গার্ল শ্রদ্ধা কাপুর। শেষ কিছু মাসে, তার সিনেমাটিক কেরিয়ার অনেকটাই বদলে গেছে। তার কারণ হলো স্ত্রী ২। অভিনেত্রীর এই ছবি, যেমন বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে তেমনি পেছনে ফেলেছে অনেক বিগ বাজেট হিন্দি ছবি কেও।
অন্তত বলিউডের এই সময় যেখানে পাঠান জওয়ান কিংবা টাইগার, অর্থাৎ মেন সেন্ট্রিক্স ছবিগুলি ভয়ংকর প্রাধান্য পেয়েছে, সেখানে স্ত্রী ২, যার নামে একজন নারীর জয়জয়কার রয়েছে, যদি এরকম নিদারুন ভালবাসা পায় তবে সত্যিই যেন, ভারতীয় সিনেমার ধারা পাল্টাচ্ছে কথা বলাই যায়।
নিজের ছবি সাফল্য সম্পর্কে শ্রদ্ধা বলেন, আমার মনে হয় একটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে, ভালো ছবি সব সময় কাজ করে। আমাদের এটা ভুলে গেলে চলবে না, কনটেন্ট এখন কিং। মানুষের কাছে কনটেন্টের থেকে বড় কিছুই হবে না। তাই আমাদের কোন কিছু টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া উচিত নয়, ভালো কিছু ছবি আমাদের বানানো উচিত।"
অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, ছবিতে নারী কেন্দ্রিক যে বিষয়টি বারবার দেখানো হয়েছে, কিংবা একটি দৃশ্য যেখানে দেখা যাচ্ছে যে শ্রদ্ধা অন্যান্য পুরুষদেরকে সুরক্ষা প্রদান করছেন, তার বিনুনি দিয়ে, এখানে তার অনুভূতি কেমন ছিল...? অভিনেত্রী সোজা জানান, "আমার দারুন মজা লেগেছিল। তাঁর একটাই কারণ, ভাবুন যারা লিখেছে তাঁরা কিভাবে একজন মেয়ের সব ক্ষমতা তাঁর বিনুনির মধ্যে দিয়ে রেখেছিলেন। যে, একজন মেয়ে আসছে, বিনুনি দিয়ে মারছে, কী অসাধারণ না?"
অভিনেত্রী এতটাই নিজের চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলেন, যে বাড়িতেও তিনি বিনুনি নিয়ে ঘুরতেন। যাতে তিনি বাড়ির সবাইকে একথাও বলতেন, "সাবধান হ্যাঁ, আমার কাছে বিনুনি আছে।"