সোশ্যাল মিডিয়ায় নেই, তবে সেলেবদের বাজার চলতি হাঁড়ির খবর রাখার কসরত ছাড়েননি রণবীর কাপুর। সদর্পেই জানিয়েছেন, তাঁর এক অজ্ঞাত আইডি রয়েছে, যেখান থেকে সব সেলেবদের ‘স্টক’ করেন তিনি। খোলসা করে বলতে গেলে নজরদাড়ি চালান! এবার সেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের কথাই রণবীরের স্ত্রী আলিয়া ভাটকে ফাঁস করার কথা বললেন শ্রদ্ধা কাপুর।
রণবীরের নিজের অ্যাকাউন্ট না থাকায় স্ত্রী আলিয়াই স্বামীর সমস্ত সিনেমার প্রচার নিজের অ্যাকাউন্ট থেকে করেন। এবার লাভ রঞ্জন পরিচালিত সিনেমার ক্ষেত্রেও তাই। আর তাতেই কিনা রেগে গেলেন শ্রদ্ধা! বিষয়টা ঠিক কী?
আসলে শ্রদ্ধার সঙ্গে রণবীর কাপুর নতুন ছবির কাজ সেরেছেন। যে সিনেমার নাম- ‘তু ঝুটি ম্যায় মক্কার।’ আর সেই সিনেমার ‘তেরে প্যায়ার মে’ গানটি সদ্য মুক্তি পেয়েছে। সেই গান শেয়ার করেই আলিয়া একটি ভিডিও পোস্ট করেছিলেন। যা দেখে শ্রদ্ধা একেবারে চটজলদি কমেন্ট করেন, “আলিয়া কী মিষ্টি তুমি। তবে এটা কী ধরণের ধান্দাবাজি রণবীর? নিজের আসল আইডি থেকে এসো।” নজর এড়ায়নি রণবীর-ঘরণির।
পাল্টা কমেন্টে তিনিও শ্রদ্ধাকে বলেন, “হ্যাঁ সেটারই কাজ চলছে।” এদিকে আলিয়ার কমেন্টের উত্তরে শ্রদ্ধা ফের জবাব দেন, “অনেক হয়েছে, চল তো ওবার ওঁর আসল প্রোফাইল আইডি-টা ফাঁস করে দিই।”
[আরও পড়ুন: গাড়ির ছাদে রং মেখে হুল্লোড়! কলকাতার ভিডিও দেখে শাহরুখ বলছেন, ‘ভাই বেশি..’]
প্রসঙ্গত, এর আগে একাধিকবার রণবীর কাপুরের নাম তাঁর বহু নায়িকার সঙ্গে জড়ালেও বর্তমানে তিনি আলিয়া ভাটের সঙ্গে সুখের ঘরকন্না করছেন। তাঁদের একটি কন্যাসন্তানও হয়েছে। কাজেই এবার সেরকম কিছু ঘটেনি। পুরো বিষয়টাই আসলে রসিকতার ছলে সিনেমার প্রচার।