Advertisment
Presenting Partner
Desktop GIF

Shreela Majumdar: হার মানলেন ক্যানসারের কাছে, তিনবছরের লড়াই শেষ! প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

শোকে আচ্ছন্ন টলিউড

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sreela majumdar, indian actress

প্রয়াত অভিনেত্রী

শীতের পড়ন্ত বেলায় টলিউডে ছন্দপতন! অভিনেত্রী শ্রীলা মজুমদার না ফেরার দেশে। তিনবছর ধরে ভুগছিলেন ক্যানসারে। অবশেষে লড়াই শেষ। প্রয়াত স্বর্ণযুগের অভিনেত্রী।

Advertisment

শোকের ছায়া টলিউডে। অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ কাছের মানুষ থেকে কলাকুশলীরা! অভিনেত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। কাজ করেছেন নানা ছবিতে। মৃণাল সেনের একের পর এক ছবিতে কাজ করেছেন। আকালের সন্ধানে থেকে খারিজ, তাঁকে দেখা গিয়েছিল মুখ্য ভুমিকায়। আজ বছর তিনেক হল ভুগছিলেন মারণরোগে।

কিন্তু, আজ পর্যন্ত কাউকে জানতে দেননি যে ক্যানসারে আক্রান্ত তিনি। বরং নিজের লড়াই, নিজেই করেছিলেন। দীরঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টালিগঞ্জের বাড়িতে মৃত্যু হয়েছে তাঁর। নাটক থেকে শুরু যাত্রা। শেষ কাজ করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে।

কিছুদিন ধরেই টাটা মেডিক্যালে ভর্তি ছিলেন তিনি। অভিনেত্রীকে বাড়িও নিয়ে এসেছিলেন তার স্বামী। ছেলে পড়াশোনার সুত্রে লন্ডনে থাকেন, তাঁকেও ডেকে পাঠানোর কথা বলেন চিকিৎসক। নাটকের মহরা থেকে থিয়েটার। অভিনেত্রীকে নিয়ে গতকালও নানা কথা বলেন অঞ্জন দত্ত। আর আজ তিনি নেই…শোকে পাথর অভিনয় জগতের অন্যান্যরা।

tollywood sreela majumdar Entertainment News
Advertisment