স্বপ্নভঙ্গ, একরাশ শূন্যতা…গলায় কাঁটা-সম কান্না আটকে রয়েছে শ্রীমার

কাছের জনের বিরহে মূর্ছা যাচ্ছেন শ্রীমা, কাঁদছেন অভিনেত্রী!

কাছের জনের বিরহে মূর্ছা যাচ্ছেন শ্রীমা, কাঁদছেন অভিনেত্রী!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shreema bhattacharyaa, shreema bhattacharyaa sad life,shreema bhattacharyaa news, shreema bhattacharyaa updates, shreema bhattacharyaa instagram, shreema bhattacharyaa crying, কাঁদছেন শ্রীমা, tollywood couple, tolly news, entertainment news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কেঁদে ভাসাচ্ছেন শ্রীমা?

চারপাশে কেমন নিস্তব্ধতা, মানুষের মনে পুজোর রেশ আজও রয়েছে। মা দুগ্গা কৈলাসে পাড়ি দিয়েছেন। কিন্তু, মন খারাপ আজও রয়ে গিয়েছে। পুজোর আবহেই মন খারাপ শ্রীমার।

Advertisment

নতুন সম্পর্ক, সিরিয়াল নিয়ে চূড়ান্ত ব্যস্ততা... বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রতিদিন। কিন্তু, তাঁর মাঝেও তাঁর যেন সবকিছুই বদ্ধ বদ্ধ লাগছে। কষ্ট প্রকাশ করতে পারছেন না তিনি। ফের হাজারো স্বপ্নের মাঝে স্বপ্ন ভাঙার এক আশঙ্কা। মনের মাঝে আলাদা অন্ধকার। সেই কথাই নিজের সমাজমাধ্যমের পাতায় লিখলেন অভিনেত্রী।

এই কষ্ট অন্য কারওর জন্য না, বরং এমন একজনের জন্য যার অপেক্ষায় সকলেই একটা গোটা বছর সময় গুনতে থাকেন। শুধু তাই নয়, তাঁকে পাঁচদিনের জন্য বাংলার মানুষ কাছে পান, আর তিনি আবার হারিয়ে যান। মা দুগ্গা চলে যাওয়ায় কান্না দলা পাকিয়ে আসছে তাঁর। শ্রীমা লিখছেন..

Advertisment

আরও পড়ুন - তিনবছরের মাথায় বিবাহ বিচ্ছেদ অনির্বাণের? ‘অভব্য আচরণ করতে চাই না…’, দাবি অভিনেতার

"প্রথম ছবির বয়স বাড়লেও অনুভূতি আজ ও এক! পুজোর দিনগুলো সত্যি রঙিন স্বপ্নের মতো,হঠাৎ করে দশমী এসে স্বপ্নভঙ্গকরে বাস্তবে ফিরিয়ে নিয়েআসে আমাদের। চারিদিকে শূন্যতা, নিস্তব্ধতা, গলার কাছে প্রকাশ না পাওয়া একটু কান্না, আর এক রাশ মন খারাপ!!! তোমাদেও মন খারাপ???"

অভিনেত্রী বর্তমানে গাঁটছড়া সিরিয়ালে ব্যস্ত। মাঝে মাঝে মিউজিক ভিডিওতে তাকে দেখা যায়। ওয়েব সিরিজেও তাঁর উপস্থিতি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি। অনুরাগীদের একেবারেই নিরাশ করেন না তিনি।

tollywood Entertainment News