/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/kanchan.jpg)
Tollywood- কার সঙ্গে প্রেম করতে গেলেন শ্রীময়ী?
কাঞ্চন এবং শ্রীময়ী... যাদের নিয়ে সবসময় চর্চা লেগেই থাকে। তাদের কাজের সূত্রে না হোক, তাদের দুজনের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা তাঁদের সবসময় শিরোনামে রাখে। আর এবার...
কাঞ্চনের ( Kanchan Mullick ) বাড়ির পুজো হোক অথবা কোনও অনুষ্ঠান, দুজনকে একসঙ্গেই দেখা যায় বেশিরভাগ সময়। এমনকি কাঞ্চনের বিয়ে ভাঙ্গনের পেছনে শ্রীময়ীকেই ( Shreemoyee Chattaraj ) দায়ী করেন বেশিরভাগ। কিন্তু, তাদের তরফে আজ পর্যন্ত কোনওরকম সম্পর্কের নামকরণ হয়নি। পিংকি আলাদা হয়ে গিয়েছেন কাঞ্চনের থেকে ( Kanchan Pinki divorce )। অন্যদিকে, বন্ধুত্ব এখন বেশ গাঢ় কাঞ্চন এবং শ্রীর।
বেশিরভাগ সময় তাদের পোশাকের রং যেমন এক হয় তেমনই তাদের একসঙ্গে খুনসুটি করতেও দেখা যায় নেটদুনিয়ায়। শ্রীময়ী জানিয়েছিলেন, তিনি কাঞ্চনের বন্ধু। এত গভীর বন্ধুত্ব হয়েছিল অভিনেতার মা মারা যাওয়ার পর থেকেই। ধীরে ধীরে একাকীত্বের ভেসে যাওয়া কাঞ্চনকে বের করে নিয়ে এসেছিলেন তিনি। এত মানুষ অভিনেতার কারণে হাসেন কিন্তু তিনি কেঁদেছিলেন। সে কারণেই বিপদে একটি ভরসার কাঁধ হয়ে উঠেছিলেন তিনি। আর এবার...
আরও পড়ুন - Telly Gossip: ‘কাজ করতে গেলে কানে কুমন্ত্রও দিতে হয়..’, মুখ দেখাদেখি বন্ধ থাকে মানসী-অরিজিতার?
কাঞ্চন ভ্যানিশ? এ কাকে মুখ দিয়ে কেক খাওয়াচ্ছেন তিনি? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল। যেখানে, একজনকে মুখ দিয়ে কেক খাওয়াচ্ছেন! আর এই ছবি দেখতেই নানা মন্তব্য, নানা আলোচনা। কেউ বললেন, কাঞ্চনদা গর্তে ঢুকে গিয়েছে। আবার কারওর কথায়, হে প্রভু এ কী হল? কিন্তু সেই ব্যক্তি আসলে কে?
আসলে, কাঞ্চনের বিশেষ বান্ধবীর সঙ্গে রয়েছেন একটি মেয়েই। তাঁকেই ভালোবেসে মুখ দিয়ে কেক খাওয়াচ্ছেন তিনি। শুধু তাই নয়, প্রেম এতদূর যে শাহরুখের ও মাহি গান জুরেছেন এর সঙ্গে। আর এসব দেখেই মাথায় হাত নেটজনতার।