Shreemoyi Chattoraj - Kanchan: কাঞ্চনের ঠোঁটে ঠোঁট রেখে রোমান্টিক নাচ শ্রীময়ীর, শ্যাম্পেনের গ্লাস আর বরকে সামলালেন একসঙ্গে?

Tollywood News: কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই নেচে গেয়ে সময় কাটালেন। এমনিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন রাখঢাক করেননি। তাঁদের বিয়ে থেকে বেডরুমের খবর সবটাই প্রকাশ্যে জানিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Shreemoyi Chattoraj and kanchan Mullick anniversary dance viral tollywood news

Kanchan-Shreemoyi: বর-বউয়ের নাচ ভাইরাল, দেখুন Photograph: (Instagram)

Kanchan and Shreemoyi: প্রেম সেকি বাধা মানে? কাছের মানুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে কে না ভালবাসে? তাঁর সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ যখন এত সুন্দর, তখন রোমান্টিক মুহূর্ত না হলেই নয়। বর্তমানে টলিপাড়ার এক তারকা জুটি আনন্দে যে সময় কাটাচ্ছেন, সেই দৃশ্য দেখে অনেকে নানা কটাক্ষ করলেও তাঁদের হাবভাব তো এমনই যে কুছ তো লোগ কহেঙ্গে।

Advertisment

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক - যারা নিজেদের প্রথমবছর বিবাহ বার্ষিকী পালন করেছেন, নানা উদযাপনের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। লাল রঙের পোশাক শ্রীকে লাগছিল বেশ মোহময়ী। গতবছর এসময় বিয়ের আনন্দে ভাসছেন তাঁরা। আর এবছর এক সন্তানের মা তিনি। এবছর তাঁদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ফুলশয্যার খাট সাজানোও হয়েছিল। সঙ্গে এও দেখা গিয়েছিল কীভাবে দুজনে একসঙ্গে ভাল মুহূর্ত উপভোগ করছেন।

কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই নেচে গেয়ে সময় কাটালেন। এমনিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন রাখঢাক করেননি। তাঁদের বিয়ে থেকে বেডরুমের খবর সবটাই প্রকাশ্যে জানিয়েছিলেন। তাই, অ্যানিভারসারি উপলক্ষে বিশেষ উদযাপনের ভিডিও দেখাবেন না এও হয়। দুজনে হাতে হাত রেখে বাহুডোরে নেচে গেয়ে সময় কাটালেন। চোখে চোখ রেখে একে অপরের প্রেমে ভাসলেন তাঁরা। বরের দিকে তাকিয়ে যেমন মুহূর্ত উপভোগ করলেন তিনি। সেরকমই সঙ্গে সঙ্গে শ্যাম্পেনের গ্লাস পর্যন্ত সামলেছেন।

Advertisment

তখন চারিদিকে প্রেমের আমেজ। একদিকে যেমন গান বাজছে, তেমনই ফাটছে বাজি। শুধু তাই নয়, বরের গালে একটা চুমু খেতেও ভুল হল না তাঁর। কাঞ্চনকে যে বিয়ে করে দিব্যি সুখে আছেন সেকথা সমাজ মাধ্যমে বারবার নানা পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন। এবারও একটি ভিডিও দেখিয়ে সমাজ মাধ্যমে তিনি লিখছেন...

জীবন আসলে রিদমের মত। আর রিদম হল, জীবনের মোশনের মত। শুধু যে শ্রীময়ী কাঞ্চনকে চুমু খেলেন, এমনটা নয়। বরং অভিনেতাও শ্রিয়ের ঠোঁটে ঠোঁট রেখে হাসি দিলেন। আর এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও অভিনেত্রী যাই পোস্ট করেন না কেন, সেটা নিয়েই চর্চা হয়। এবং এই কারণেই তিনি এখন নিজেদের সমাজ মাধ্যমের কমেন্ট বক্স বন্ধ করে রাখেন। তাতেও সমালোচনার শেষ না হলেও, নিজেদের সারা সময়টা বেশ উপভোগ করেন তিনি।

Kanchan Mullick sreemoyee chattoraj