Sreemoyi Chattoraj: 'প্রেগন্যান্সি মানেই শুধু...', মেয়ের জন্মের একমাস পরেই মাতৃত্বের ভিন্ন গল্প শোনালেন শ্রীময়ী?

Shreemoyi Became mother: সাদা কালো ছবিটি বেশ মনোমুগ্ধকর। বেবী বাম্প নিয়েই তখন শ্রীময়ী নতুন প্রাণ কোলে আসার অপেক্ষা করছেন। আর মা হওয়ার অনুভূতি…

Shreemoyi Became mother: সাদা কালো ছবিটি বেশ মনোমুগ্ধকর। বেবী বাম্প নিয়েই তখন শ্রীময়ী নতুন প্রাণ কোলে আসার অপেক্ষা করছেন। আর মা হওয়ার অনুভূতি…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sree kanchan

Sreemoyi- একমাস পর, কী বলছেন শ্রীময়ী?


মা হওয়ার পর থেকে জীবনের অর্থ পাল্টে গিয়েছে শ্রীময়ী এবং কাঞ্চনের কাছে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর জীবনে এখন আমি বা আমরা বলে কিছুই নেই। পুরোটাই, মেয়ে কৃষভিকে নিয়ে আবর্তিত হয়। মেয়ের জন্মের প্রায় এক মাস অতিক্রম। এবার অন্তসত্ত্বা প্রসঙ্গে তিনি আরও একটি কথা বলে বসেছেন।

Advertisment

যেদিন থেকে অভিনেত্রী মা হয়েছেন, সেদিন থেকে কিছু না কিছু বলেই চলেছেন তিনি। বিয়ের ২১ দিনের মাথায় দোল উৎসবের দিন জানতে পেরেছিলেন যে তিনি অন্তঃসত্বা। আর মেয়ে হওয়ার পর থেকেই তিনি প্রেগন্যান্সি জার্নির নানা কথা বলে চলেছেন। আর এবার মেয়ের এক মাসের জন্মদিন পার হতেই অভিনেত্রী সমাজ মাধ্যমে তাঁর এবং কাঞ্চনের ছবি প্রকাশ করে লিখছেন....

সাদা কালো ছবিটি বেশ মনোমুগ্ধকর। বেবী বাম্প নিয়েই তখন শ্রীময়ী নতুন প্রাণ কোলে আসার অপেক্ষা করছেন। আর মা হওয়ার অনুভূতি যারা হয়েছেন তারাই জানেন। শুধু তাই নয়, জীবনের প্রতিটা অধ্যায় শব্দে বর্ণনা করছেন শ্রীময়ী। তিনি সমাজ মাধ্যমে তাঁর প্রেগন্যান্সি শুট এর ছবি শেয়ার করে লিখছেন...

"প্রেগন্যান্সি মানে শুধুই একটি নতুন প্রাণ সৃষ্টি করা হয়। আর অর্থ, সারাজীবনের জন্য একটা ভালবাসার মুহূর্ত এবং কিছু সুন্দর মেমোরিজ তৈরি করা।" উল্লেখ্য, সন্তানের আগমন তাঁদের অনেকটাই পাল্টে দিয়েছে। এমনকি, দেখা যাচ্ছে কাঞ্চনকে তিনি যে যে ভাবে দেখেছেন তাঁর অন্যতম রূপ যেন পিতা কাঞ্চনের মধ্যে পেয়েছেন।

Advertisment

যদিও তাঁদের সন্তানের আসার খবর প্রথম দিন থেকেই বিতর্ক উস্কে দিয়েছিল। কী করে বিয়ের আটমাস পর তিনি মা হলেন একথা অনেকেই জানতে চেয়েছিলেন। কিন্তু, অভিনেত্রী দারুণভাবে সব সামলেছেন।

Kanchan Mullick sreemoyee chattoraj