Shreya Ghoshal Birthday: ৩৪ বছরে পা রাখলেন সঙ্গীত জগতের কিংবদন্তী শ্রেয়া ঘোষাল। জন্মদিনে শ্রেয়াকে শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার বহু তারকা।
চার বছর বয়স থেকেই মায়ের সঙ্গে হারমোনিয়াম বাজানোয় সঙ্গ দিতেন শ্রেয়া। জনপ্রিয় গানের রিয়েলিটি শো সা-রে-গা-মা-পা সঙ্গীত প্রতিযোগীতার মাধ্যমে সকলের নজর কাড়েন শ্রেয়া। সেখান থেকেই গতি পায় তাঁর কেরিয়ার। ১৬ বছরের কন্ঠে ‘দেবদাস’ ছবির নেপথ্য গান গেয়ে বলিউডে পাকাপাকি জায়গা করে নেন তিনি। তখন সাল ২০০২। সেবছর তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কারসহ নানা সম্মান অর্জন করেন।
Happy birthday @shreyaghoshal. May your melodious voice keep entertaining us in the days to come. ভালো থেকো
— Mamata Banerjee (@MamataOfficial) March 12, 2019
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিনই প্রকাশ্যে আসেন নি শ্রেয়া। কাজেই জানাজানি হয়নি তাঁর ১০ বছরের প্রেমের গল্প। ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি একেবারে বাঙালি নিয়ম মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে, যিনি বর্তমানে ব্যবসায়ী, এবং 'রেজিল্যান্ট টেক’-এর প্রতিষ্ঠাতা। হিপক্যাস্ক আর পয়েন্টেশেলফ্ বলে দুটি অ্যাপ তৈরির কোম্পানির সঙ্গেও যুক্ত শিলাদিত্য। স্কুলের রিইউনিয়নে প্রথম দেখাতেই প্রেম। বিয়ের পর হানিমুনে যান ইউরোপ। একথা তিনি নিজেই প্রকাশ করেছেন ইনস্টাগ্রামের মাধ্যমে।
View this post on InstagramDay out with birthday boy! @shiladitya
A post shared by shreyaghoshal (@shreyaghoshal) on
এখন তাঁর ঝুলিতে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পাঁচটি প্লেব্যাক সেরা গায়িকার ট্রফি সহ অন্যান্য পুরস্কার।