Advertisment
Presenting Partner
Desktop GIF

Shreya Ghoshal: নতুনভাবে 'আমি যে তোমার' গাইলেন প্রতিযোগী, ইন্ডিয়ান আইডলের মঞ্চেই শ্রেয়া যা করলেন...

Shreya Ghoshal Song: আমি যে তোমার গানের প্রথম থেকেই শ্রেয়ার ঘোষালের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক। আর এবার তৃতীয় ভার্সন বের করেই তিনি ফের একবার তাক লাগিয়েছেন। সেই গানটিই ইন্ডিয়ান আইডলের মঞ্চে…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shreya1

Shreya Ghoshal-প্রতিযোগী নাকি মিনি শ্রেয়া, তারপর...

শ্রেয়া ঘোষালকে দেখা যাচ্ছে, ইন্ডিয়ান আইডলের মঞ্চে। তিনি বিচারকের আসন সামলাচ্ছেন। শেষ কয়েকটি সিজনে শ্রেয়া যেভাবে বিচারকের ভূমিকা পালন করছেন তারপরেও শ্রেয়ার প্রশংসা কমার নয়। বরং এবার যা হল...

Advertisment

এবছর ইন্ডিয়ান আইডলের মঞ্চে দেখা যাচ্ছে বাঙালি প্রতিযোগিদের সংখ্যা বেশি। তাঁরা নানা ভাবে মুগ্ধ করছেন বিচারকদের। দেশের মানুষও হারাচ্ছেন তাঁদের সুরে। আর এবার শ্রেয়ার সামনেই শ্রেয়ার গান নিয়ে নাড়াচাড়া। শুধু তাই নয়, গানের মধ্যে জুড়লো বিট বক্সিং। ময়ূরী শ্রেয়ার সামনেই গাইতে শুরু করলেন আমি যে তোমার...

আমি যে তোমার গানের প্রথম থেকেই শ্রেয়ার ঘোষালের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক। আর এবার তৃতীয় ভার্সন বের করেই তিনি ফের একবার তাক লাগিয়েছেন। সেই গানটিই ইন্ডিয়ান আইডলের মঞ্চে শুরু করলেন এক প্রতিযোগী। বর্তমান প্রজন্মের বিট বক্সিং সেই গানে জুড়তেই যেন অবাক বিচারকরা। বিশাল দাদলানি থেকে বাদশা সকলেই আপ্লুত সেই গান শুনে।

অন্যদিকে ভুল ভুলাইয়া ছবির সঙ্গে এই গানের যা সম্পর্ক, ঠিক ততটাই ভালবাসার সম্পর্ক দর্শকদের সঙ্গেও। কারণ, প্রথম দিন থেকে মঞ্জুলিকার অস্তিত্বের সঙ্গে এই গানের যোগ। তাই দর্শকরা, সবসময় এই গানকে অন্য নজরে দেখে এসেছেন। সেটিকে নিয়ে ছেলেখেলা হতেই, দর্শকরা বেশ ক্ষুব্ধ। কেউ কেউ তো হতাশার কথা প্রকাশ্যেই বললেন।

তাঁদের কথায়, "এসব নিয়ে ছেলেখেলা না হলেই ভাল।" আবার কেউ বললেন, "কোথায় কোথায় আর বিট জুরবেন?" আবার কারওর কথায়, "ক্লাসিক্যাল গানের এ কেমন বাহার?" কিন্তু, যারা সঙ্গীত প্রেমী, যারা নানা ধরণের ফিউশন শুনতে ভালবাসেন, তাঁরা কিন্তু বেশ পছন্দ করেছেন এই গান। বিশেষ করে শ্রেয়া যখন স্টেজে এলেন..

শ্রেয়া ঘোষাল স্টেজে এলেন, তাঁর সঙ্গে সুর ধরলেন তারপরেই সেই গান আলাদা মাত্রা পেল। শ্রেয়ার ক্লাসিক্যাল শুনে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা। কেউ বললেন, "শ্রেয়া স্টেজে আসতেই রক!" আবার কেউ বললেন, এটা তো এপিক করে দিলেন শ্রেয়া ঘোষাল। আবার কারওর কথায়, "গুসবাম্প তো এই গানটা।"

Bollywood Song Shreya Ghoshal bollywood songs
Advertisment