Shreya Ghoshal-IPL এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্ন ভাষায় গান, তারপরেও সমালোচনা? কত টাকা পারিশ্রমিক পেলেন শ্রেয়া ঘোষাল?

Shreya Ghoshal - IPL: এতবার জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন গায়িকা, তাঁকে নিয়ে কোনও সমালোচনা করতে নারাজ তাঁরা। কিন্তু, শ্রেয়া নিজে কলকাতায় এসে আপ্লুত। তাই তো, ইডেন গার্ডেনের জনগণের সঙ্গে রীতিমতো কথপোকথন করতে দেখা গেল তাঁকে…

Shreya Ghoshal - IPL: এতবার জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন গায়িকা, তাঁকে নিয়ে কোনও সমালোচনা করতে নারাজ তাঁরা। কিন্তু, শ্রেয়া নিজে কলকাতায় এসে আপ্লুত। তাই তো, ইডেন গার্ডেনের জনগণের সঙ্গে রীতিমতো কথপোকথন করতে দেখা গেল তাঁকে…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shreya-ipl performance

shreya-ipl: শ্রেয়ার পারফর্মেন্স নিয়ে নানা কথা... Photograph: (shreya-ipl: শ্রেয়ার পারফর্মেন্স নিয়ে নানা কথা... )

শ্রেয়া ঘোষালকে নিয়ে আলোচনা চলছে সমাজ মাধ্যমে। কেন? না কারণ তিনি বাংলার বুকে দাঁড়িয়ে কেবল একটি হিন্দি গানের দু কলি বাংলা গান গেয়েছেন। আবার অন্য রাজ্যের অনেকেই এমন বলেছেন যে বেঙ্গালুরুকে রিপ্রেজেন্ট করতে গিয়ে, তিনি কন্নড় ভাষায় গান পর্যন্ত গাইলেন না? যদিও কেউ কেউ শ্রেয়াকে নিয়ে কথা শুনতে নারাজ।

Advertisment

এতবার জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন গায়িকা, তাঁকে নিয়ে কোনও সমালোচনা করতে নারাজ তাঁরা। কিন্তু, শ্রেয়া নিজে কলকাতায় এসে আপ্লুত। তাই তো, ইডেন গার্ডেনের জনগণের সঙ্গে রীতিমতো কথপোকথন করতে দেখা গেল তাঁকে। এমনকি হাত বাড়িয়ে অটোগ্রাফ পর্যন্ত দিলেন। কলকাতা তাঁর কাছে আরেক বাড়ি। এখানে অনুষ্ঠান করতে আসা তাঁর কাছে অন্যরকম অনুভূতি। তাই তো, গায়িকা সমস্ত বিতর্ক ভুলে বলেছেন, আমি এত ভেন্যুতে গান গেয়েছি, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত উন্মাদনা - এটা ইডেন বলেই সম্ভব। কিন্তু, এই গান গাইতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি?

আগে থেকেই কথা ছিল শ্রেয়া থাকবেন কলকাতায় ওপেনিং সেরেমনিতে। সেই মতোই আগের দিন এসেছিলেন তিনি। আর অনুষ্ঠানের দিন পরনে নীল রঙের পোশাক সঙ্গে, দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে মন জয় করেছেন। ভিন্ন রাজ্যের টিমের জন্য, তিনি সেই ভাষার এবং তাঁর সঙ্গে ম্যাচ করা গান গেয়েছিলেন। আর সেখানেই কলকাতার কিছু মানুষ এবং ব্যাঙ্গালুরুর অনেকেই দাবি করেছেন ঠিকঠাক রাজ্যকে রিপ্রেজেন্ট করার মতো গান গাওয়া হয়নি সেদিন। তবে, শ্রেয়া কত টাকা পারিশ্রমিক পেয়েছেন এই অনুষ্ঠানের জন্য?

Advertisment

জানা যাচ্ছে, শ্রেয়া প্রায় ২০ লক্ষ টাকা চার্জ করেছেন এই অনুষ্ঠানের ক্ষেত্রে। আবার রটনা এমনও শোনা যাচ্ছে, শ্রেয়া নাকি ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন এই অনুষ্ঠানে জন্য। যদিও বা, গায়িকা নিজে এই নিয়ে কিছুই জানান নি। কিংবা তাঁর দলের তরফেও এহেন কিছু জানানো হয়নি। কিন্তু সমস্ত অনুষ্ঠানের মধ্যে শ্রেয়ার গানই যেন উৎসবের বাতাবরণ সৃষ্টি করেছিল। এবং বর্তমানে গায়িকা ব্যস্ত ইন্ডিয়ান আইডলের বিচারক আসনে। সেখানে যেমন দারুণ সব গান শুনছেন, ঠিক তেমনই দেখা যাচ্ছে মাঝে মধ্যেই দারুণ সব গান নিজেও শোনাচ্ছেন।

প্রসঙ্গে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে, শ্রেয়া ছাড়াও ছিলেন দিশা পাটানি এবং করণ আউজলা। কিন্তু, না! শো যে একেবারেই জমে নি, সেকথা অনেকেই বারবার জানিয়েছেন। এমনকি খোদ কিং খান ছিলেন সঞ্চালনার কাজে, তারপরও সেভাবে উপভোগ্য কান্ডকীর্তি কিছুই ঘটে নি।

IPL bollywoood music Shreya Ghoshal tollywood bollywood