/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/sreya.jpg)
Sreya Ghosal: শ্রেয়ার বাছুর-সেবা...
শ্রেয়া ঘোষালের প্রশংসা না করলেই নয়। যেখানে আম্বানি বাড়িতে গোটা বিশ্ব নাচতে ব্যস্ত সেখানে শ্রেয়া দুজনকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়লেন। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আম্বানি বাড়িতে দেশের নানা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সাধু সন্তদের পাশাপাশি এসেছিলেন চারপেয়ে দুই। যাদের একদম সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অনন্ত রাধিকার বিবাহ আসরে। সেই দুজন আসলে ছোট্ট দুটো ফুটফুটে বাছুর। যাদের দেখলেই মন ভাল হয়ে যাওয়ার জোগাড়। নামও রয়েছে যাদের। রিদ্ধি এবং সিদ্ধি।
আর আগেও তাদের ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু এবার শ্রেয়া নিজেই তাদের আদর করতে করতে যেন মন্ত্রমুগ্ধ। একজন বিশ্ববিখ্যাত গায়িকা হয়েও তিনি যে এতটা মাটির মানুষ সেটা ভাবাও যায় না। তাই তো, দুইজনকে সামনে পেয়ে ধরে চটকে দিলেন শ্রেয়া। তাদের দেখে ভাবুক হয়ে পড়লেন। সেই ভিডিও শেয়ার করে লিখলেন...
সবথেকে মিষ্টি ঘটনা যদি কিছু ঘটে থাকে শেষ কিছুদিন, সেটা হল এইটা। ঋদ্ধি এবং সিদ্ধি দুজন মিষ্টি গাই বাছুর। একবার না, বরং অনেকবার তাদের ধরে আদর করতে লাগলেন শ্রেয়া। আর এই ভিডিও ই নজর কেড়েছে নেটিজেনদের। তাঁদের কথায়...
মানুষ কেন কুকুর বিড়াল ছেড়ে এদের পোষে না। আবার কেউ বললেন, একজন এত বড় মাপের গায়িকা এত দয়ালু আর মিষ্টি হতে পারেন, আপনাকে না দেখলে বোঝা যেত না। আবার কেউ বললেন, এত সুন্দর ভিডিও দেখা যায়নি গোটা বিয়েবাড়িতে। কিন্তু, সোশ্যাল মিডিয়া যখন, নেতিবাচক কিছু তো থাকবেই...
কেউ বলেন, গোমাতা সেবা করতে করতে পরের বার বিজেপি। আবার কেউ বললেন, মানুষ লাইমলাইটে থাকতে আর কত কী করবেন...!