Shreya Ghoshal-X account Hacked: বেশ কিছুদিন ধরেই, গায়িকা শ্রেয়া ঘোষাল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। হঠাৎ হঠাৎ যে কি ধরনের ঘটনা ঘটে, তার শুরু আর শেষ খুঁজে পাওয়া সম্ভব হয় না। তারকাদের কাছে তাদের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে, তারা তাদের অনুরাগীদের সঙ্গে কথোপকথন জারি রাখতে পারেন।
তাদের নতুন কাজ হোক, কিংবা জীবনের কোনও আপডেট, সবকিছুই তারা সমাজ মাধ্যমের দ্বারাই পরিচালনা করেন। সেরকমই, শ্রেয়া ঘোষাল ব্যতিক্রম না। তিনিও তাঁর সমাজের মাধ্যমে একাউন্টে নানান ধরনের পোস্ট করতে থাকেন। তবে এবার তার টুইটার একাউন্টটি হাতছাড়া হওয়ার পর থেকেই যেন, শান্তি নেই গায়িকার মনে। বহুদিন আগে তাঁর টুইটার একাউন্ট, হ্যাক হয়েছে বলে শোনা গিয়েছিল।
তারপর থেকে তাকে আর সেই অ্যাকাউন্টে কিছু পোস্ট করতে দেখা যায়নি। অনেকের কাছে নাকি উড়তি মেসেজও গিয়েছে। কোন মেসেজে, লিংকে করতে বলা হয়েছে আবার কোন মেসেজে, ভুলভাল তথ্য দেওয়া হয়েছে। তবে গায়িকা এবার পদক্ষেপ নিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি পোস্ট শেয়ার করে লিখেছেন...
"হ্যালো ভক্ত এবং বন্ধুরা। ১৩ ফেব্রুয়ারি থেকে আমার টুইটার/এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমি এক্স দলের সঙ্গে সবকিছু ঠিক করার সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু কয়েকটি অটো জেনারেটেড রেসপন্স ছাড়া আর কোনও সাড়া মেলেনি। আমি আর লগ ইন করতে পারছি না বলে আমি আমার অ্যাকাউন্টটি মুছতে পারছি না।"
এখানেই শেষ না। তিনি তাঁর ভক্তদের সতর্ক পর্যন্ত করেছেন। যেন ভুলেও তারা এই কাজ না করেন, সেই বিষয়েই নিজের পোস্টে তাঁরা লিখেছেন। তিনি বলছেন... "দয়া করে কোনও লিঙ্কে ক্লিক করবেন না বা সেই অ্যাকাউন্ট থেকে লেখা কোনও বার্তা বিশ্বাস করবেন না। তারা সব স্প্যাম করছেন। যদি অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয় এবং নিরাপদ থাকে তবে আমি একটি ভিডিওর মাধ্যমে ব্যক্তিগতভাবে আপডেট করব।"