/indian-express-bangla/media/media_files/2025/03/28/P3Nq77sWDruWMbINQPif.jpg)
আইনি জটিলতায় শ্রেয়স
Shreyas Talpade Legal Trouble:আইনি জটিলতায় নাম জড়াল বলি অভিনেতা শ্রেয়স তলপড়ের। উত্তরপ্রদেশে চিট ফান্ড প্রকল্পের নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ শ্রেয়াসের বিরুদ্ধে। অভিযুক্ত আরও ১৪। প্রায় এক দশকের বেশি সময় অর্থাৎ ১০ বছর উত্তরপ্রদেশের মাহবা জেলায় এই চিট ফান্ডের ব্যবসার মাধ্যমে জালিয়াতি চলছিল বলেই অভিযোগ। সংবাদসংস্থা IANS-এর রিপোর্ট মোতাবেক, 'দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড' নামক সংস্থাকে শিখন্ডি করেই চিট ফান্ডের ব্যবসা রমরমিয়ে চলছিল।
এই সংস্থায় টাকা রাখলেই অল্প সময়ের মধ্যেই তা দ্বিগুণ হয়ে যাওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের সঙ্গে দিনের পর দিন প্রতারণা করেছেন শ্রেয়স ও তাঁর সঙ্গীরা। গ্রামবাসীদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই সংস্থা। চিট ফান্ডের ব্যবসার রমরমার মাঝেই আইনি গেঁড়োয় অভিনেতা। প্রশাসনের কাছে খবর পৌঁছতেই শুরু হয় তদন্ত। বিপদের আভাস পেয়েই এলাকা থেকে পাত্তারি গুটিয়ে তড়িঘড়ি ভাগলবা এজেন্টরা।
প্রসঙ্গত, শ্রেয়াসের নামে আর্থিক প্রতারণার অভিযোগ প্রথম নয়, গত ফেব্রুয়ারিতেও উত্তর প্রদেশে অর্থ বিনিয়োগকারীদের কাছ থেকে ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল শ্রেয়স ও বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে। লখনউয়ের গোমতী নগর থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, শ্রেয়স, অলোক নাথ সহ আরও ১১ জনের বিরুদ্ধে হরিয়ানার সোনিপতে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছিল।
শ্রেয়সের পাইপলাইনে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তাঁর ঝুলিতে রয়েছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। এই ছবিতে শ্রেয়সের সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, আরসাদ ওয়ারসি, পরেশ রাওয়াল সহ আরও অনেকে। এছাড়াও আক্কি, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন সহ তাঁকে দেখা যাবে 'হাউজফুল ৫'-এ।