Shreyas Talpade Chit Fund Scam: কোটি কোটি টাকা আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে শ্রেয়স তলপড়ের। উত্তরপ্রদেশে চিট ফান্ড প্রকল্পের নামে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। অভিযুক্ত আরও ১৪। প্রায় এক দশকের বেশি সময় অর্থাৎ ১০ বছর উত্তরপ্রদেশের মাহবা জেলায় এই চিট ফান্ডের ব্যবসার মাধ্যমে জালিয়াতি চলছিল বলেই অভিযোগ। সংবাদসংস্থা IANS-এর রিপোর্ট মোতাবেক, 'দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড' নামক সংস্থাকে শিখন্ডি করেই চিট ফান্ডের ব্যবসা রমরমিয়ে চলছিল।
এই সংস্থায় টাকা রাখলেই অল্প সময়ের মধ্যেই তা দ্বিগুণ হয়ে যাওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের সঙ্গে দিনের পর দিন প্রতারণা করেছেন শ্রেয়স ও তাঁর সঙ্গীরা। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া মিলল শ্রেয়সের টিমের তরফে। এই অভিযোগকে নস্যাৎ করেছে অভিনেতার টিম। শ্রেয়সের টিম একটি বিবৃতি জারি করেছে। সেখানেই বলা হয়েছে চিট ফান্ডের সঙ্গে কোনওভাবেই অভিনেতা যুক্ত নন। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
শ্রেয়সের টিমের তরফে দেওয়া অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, 'এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। একজন মানুষের পেশা, সৎ পথে থেকে কষ্ট করে করা উপার্জনকে অযথা কালিমালিপ্ত করা হচ্ছে। গুজবের ভিত্তিতে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। লেটেস্ট রিপোর্টে শ্রেয়স তলপেড়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অন্য সেলিব্রিটিদের মতো তাঁকেও বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। শুটিং বা কাজের ফাঁকে সময় পেলে তিনি সেই আমন্ত্রণ রক্ষার চেষ্টা করেন।'
শ্রেয়সের টিমের তরফে আরও বলা হয়, 'বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা মানেই কোনও চিট ফান্ডের সঙ্গে তাঁর যোগ রয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন। কোনও তথ্য প্রচারের আগে সেটা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। দয়া করে মিস্টার তলপেড়ের নামে এমন ভিত্তিহীন গুজব ছড়াবেন না। উনি একজন সৎ নাগরিক। তিনি সর্বদা সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন।'
শ্রেয়সের পাইপলাইনে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তাঁর ঝুলিতে রয়েছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। এই ছবিতে শ্রেয়সের সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, আরসাদ ওয়ারসি, পরেশ রাওয়াল সহ আরও অনেকে। এছাড়াও আক্কি, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন সহ তাঁকে দেখা যাবে 'হাউজফুল ৫'-এ।