Advertisment
Presenting Partner
Desktop GIF

'শ্রীদেবীর মেয়ে হয়েও এত নির্লজ্জ!' খুশি কাপুরের বোল্ড লুকে ছিঃ ছিঃ…

উঠতি অভিনেত্রীকে ঘিরে জোর চর্চা! কিন্তু কেন?

author-image
Anurupa Chakraborty
New Update
khushi kapoor, shridevi, khushi kapoor news, khushi kapoor troll, khushi kapoor controversy, khushi kapoor news, khushi kapoor bikini photoes, khushi kapoor bold photoes, celeb news, celebrity story, bollywood article, বলিউড, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

সিনেমায় পা রাখতে না রাখতেই শ্রীদেবী কন্যা খুশি কাপুরের বোল্ড লুক। শুধু তাই নয়, তাঁর থেকে চোখ ফেরানো দায়। উঠতি অভিনেত্রীকে দেখে চক্ষু ছানাবড়া সকলের।

Advertisment

সম্প্রতি তাঁর অভিষেক ঘটেছে দ্যা আর্চিস ছবিতে। সেখানে একঝাঁক নতুন তারকার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবে, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নানা ছবি শেয়ার করেন। এবার, নিজের টু পিস পড়া ছবি শেয়ার করেই তাক লাগিয়েছেন। এহেন অবতারে তাঁকে আগে দেখা যায়নি। ফলেই, পারদ চড়ছে প্রতিনিয়ত।

পরনে নীল এবং গোলাপী টু পিস, খুশি পোজ দিলেন। এককথায় ফটো ডাম্প। কাজের ফাঁকে তোলা নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। এবং শ্রীদেবী কন্যার এই বোল্ড লুকে মন হারিয়েছেন অনেকেই। ঠিক যেন পুতুল। আবার কেউ বলছেন, কাসাটা আইস্ক্রিম। অভিনেত্রীর ছবিতে ভালবাসা জানিয়েছেন অনেকেই। দিদি জাহ্নবী কাপুর মুগ্ধ তাঁর ছবিতে।

সদ্যই অভিষেক ঘটেছে সিনেমায়। এখন অনেক নতুন কাজের অপেক্ষা। বন্ধু ওরি বললেন, একদম পারফেক্ট। আবার তাঁর দিদির কথায়, মিষ্টি। এর আগে, তাঁকে এধরনের বিকিনি লুকে একেবারেই দেখা যায়নি। তবে, যেহারে ছবি পোস্ট শুরু করেছেন তাতে ক্রমশই পারদ চড়ছে।

khushi kapoor bollywood Entertainment News
Advertisment