সম্পর্কে তৃতীয় ব্যক্তি! সংসার ছেড়ে বেরিয়ে যাবে শ্রীময়ী?

এ সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকা বলছে স্টার জলসা চ্যানেলে সামনের সারিতে রয়েছে ইন্দ্রানী-সুদীপের এই ধারাবাহিক। দুমাসের মধ্যেই নিজের পাকা জায়গা করতে সক্ষম শ্রীময়ী।

এ সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকা বলছে স্টার জলসা চ্যানেলে সামনের সারিতে রয়েছে ইন্দ্রানী-সুদীপের এই ধারাবাহিক। দুমাসের মধ্যেই নিজের পাকা জায়গা করতে সক্ষম শ্রীময়ী।

author-image
IE Bangla Web Desk
New Update
shreemoyee

ঊষসী চক্রবর্তী ও ইন্দ্রানী হালদার।

প্রেমে হোক বা বিয়েতে ত্রিকোণ সম্পর্কের জেরে জেরবার হয় যেকোন পারিবারিক ধারাবাহিকের প্লট। ঘরকন্নার আড়ালে কখন যে সংসারের খুঁটিটাই আলগা হয়ে গিয়েছে টের পায়নি শ্রীময়ী। এদিকে অনিন্দ্যর জীবনে অনেকদিন হল এসেছে জুন। সম্পর্কের জল গড়িয়েছে অনেকদিন। শ্রীময়ীও আন্দাজ করতে পেরেছে। অনিন্দ্যকে মুখোমুখি হতে হচ্ছে ওর।

Advertisment

ওদিকে জুনের জন্য বাড়ির খোঁজার কথা ডিঙ্কাকে বলে অনিন্দ্য। আর নিজে চেষ্টা করতে থাকে শ্রীময়ীকে বোঝানোর। বাড়ি ছেড়ে শ্রীময়ী যেতে চাইলেও বারবার আটকা পড়ে স্বামীর অনুরোধে। সে বোঝে এত সহজে সবটা ছেড়ে বেড়িয়ে আসা সম্ভব নয়। এবার কোন দিকে মোড় নেবে শ্রীময়ীর জীবন!

Advertisment

আরও পড়ুন, এল ‘শ্রীময়ী’! মেয়েদের সেই পুরনো গল্পই নতুন মোড়কে

প্রাইম টাইমের আর পাঁচটা ধারাবাহিকের ছন্দেই চলছে ইন্দ্রানী হালদারের এই নতুন মেগা। তবে জুনের চরিত্রে নয়া এন্ট্রি উষসী চক্রবর্তীর। অনেকদিন পর মেগায় ফিরলেন এই অভিনেত্রী। মাঝে ব্যস্ত ছিলেন পিএইচডি-র কাজে। আর অনিন্দ্যর ভূমিকায় রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য কখনওই রং রুটে যাওয়ার নয়, এক্ষেত্রেও তাই। বেশ জমে উঠেছে ধারাবাহিক।

এ সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকা বলছে স্টার জলসা চ্যানেলে সামনের সারিতে রয়েছে ইন্দ্রানী-সুদীপের এই ধারাবাহিক। দুমাসের মধ্যেই নিজের পাকা জায়গা করতে সক্ষম শ্রীময়ী। সোম থেকে রবি সন্ধ্যা সাতটায় সম্প্রচারিত হয় এই জনপ্রিয় ধারাবাহিক।