/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/shruti.jpg)
শ্রুতির স্বপ্ন
আগাম প্ল্যানিং বোধহয় একেই বলে। অন্তত, তারকাদের ক্ষেত্রে আগে থেকে প্ল্যানিং করে নেওয়া খুব দরকার। অভিনেত্রী শ্রুতি দাস আগে থেকেই ভেবে নিয়েছেন কোন বছর কী হতে চলেছে।
এইবছর শুরুর দিকেই ঘটা করে আইনি বিয়ে সারেন তারা। রুপোর গয়না, সাদা লাল পোশাকে বেশ দারুন লাগছিল তাঁকে। তবে, এবার নিজের স্বপ্নপূরণের সঙ্গে সঙ্গে আগামী দিনে কী হতে চলেছে সেকথাও জানিয়েছেন। অর্থাৎ? আজ শেষ হতে চলেছে রাঙা বউ। শ্রুতি প্রায় অনেকদিন পর টেলিভিশনে ফিরেছিলেন। দিদি নম্বর ওয়ানের মঞ্চে, শ্রুতি বললেন...
অভিনেত্রী, আইনি বিয়ে করলেও সেইভাবে সামাজিক নিয়ে তাদের হয়নি। তাই তো, শ্রুতি বললেন... ২০২৫ সালে সামাজিক বিয়ে করব। ২০৩০ সালে সন্তান হবে। আমি শুধু ভাবছি, ততদিনে আমার বরের বয়স ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। এটুকু শুনেই হেসে ওঠেন রচনা। বলেন, তুই এটাও ভেবে রেখেছিস?"
এদিকে, অভিনেত্রী নিজের আরেক স্বপ্ন পূরণ করে ফেলেছেন। বাবা মায়ের জন্য দেখা অনেকদিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে। ভেবেছিলেন, তাদের নিজের আস্তানা বানিয়ে দেবেন। এবার সেই ভাবনাই সত্যি হল। বাবা মায়ের সঙ্গে সঙ্গে আরও ফ্ল্যাট কিনলেন তারা। পরনে লাল রঙের শাড়ি, পুজো করলেন গৃহপ্রবেশের। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। লিখলেন, ছোটবেলার স্বপ্ন সত্যি হল। নিজেদের বাড়ি কেনার মত আনন্দ আর নেই।
উল্লেখ্য, বরাবরই নিজের জীবনের কথা স্পষ্ট বলতে ভালবাসেন তিনি। নিজের সুখের সংসারের গল্প করেন অনুরাগীদের সঙ্গে। এখন সকলের ভাবনা একটাই এরপর কোন ধারাবাহিকে তিনি ফিরবেন।