Shruti Das In Amar boss: টানা এতবছর টেলিভিশনে কাজ। একের পর এক চরিত্র, তারপর হঠাৎ করেই বড়পর্দায় কাজের সুযোগ। যেন মেঘ না চাইতেই জল! অভিনেত্রী শ্রুতি দাস ( Shruti Das ) এখন সপ্তম স্বর্গে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ( Shiboprasad Mukherjee ) এবং নন্দিতা রায়ের ( Nandita Roy ) নেতৃত্বে স্ক্রিন শেয়ার করা একেবারেই ছোট কথা নয়। আর সঙ্গে যখন রয়েছেন রাখী গুলজার, তখন তো কথাই নেই।
টানা কিছুদিন শুটিংয়ের পরে, এখনও মুহূর্ত উদযাপনে ব্যস্ত তিনি। শ্রুতি সিনেমা করবেন, এমনটা আশাও করেননি। চেষ্টা করেছিলেন, মেগা সিরিয়াল শেষে ওয়েব সিরিজ করবেন তবে, সুযোগ এল প্রিয় শিবুদার ছবির। অভিজ্ঞতা কেমন? IE-বাংলার তরফে সকাল সকাল ফোন যেতেই উচ্ছসিত অভিনেত্রী।
কাস্টিং হল, তারপর? বিষয়টা কেমন লাগল! হঠাৎ করেই নাকি...
আমার সত্যি বলতে গেলে ধাতস্থ হতে সময় লেগেছিল। ভাবিনি এটা হয়ে যাবে। আমার মনে আছে, ২০২১ সালে আমি উইন্ডোজ হাউসে ছবি পাঠিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল এই দুটো মানুষের সঙ্গে কাজ করব। আমি যখন দেখা করতে গিয়ে উনাদের এই কথাটা বলি, উনারা আকাশ থেকে পড়েছিলেন। তবে, হ্যাঁ! এটা সত্যি যে আমি মন থেকে চেয়েছিলাম বলেই হয়তো হয়েছে।
ক্যাপ্টেনস অফ দ্যা শিপ - শিবু দা আর নন্দিতাদিকে কীভাবে পেলে?
ঠিক যেমনটা আশা করেছিলাম! এতদিন, মিডিয়ায় দেখেছি, আমার মনেই হচ্ছিল যে মানুষদুটো বেশ ভাল। তবে, সামনে যখন দেখলাম সত্যি বলছি ভাবিনি। এই জায়গা, এই জনপ্রিয়তা পেয়ে যখন মানুষ মাটিতে দাঁড়িয়ে থাকেন সেটা কিন্তু প্রশংসা করতে হয়। আমাদের সঙ্গে এতভাল করে মিশে গিয়েছিলেন যে বলার ভাষা নেই। আর তাঁর থেকেও বড় কথা, অভিনেতাদের যে স্বাধীনতা তারা দিয়েছেন এটাও অনেক। একটা সময় মনে হচ্ছিল যে, আমি এই সেটে নতুন না। যেন অনেকবছর চিনি। রোজ যেন শিবুদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে।
রাখী গুলজার রয়েছেন ছবিতে, তাঁর সঙ্গে তোমার চরিত্রের বাঁধনটা ঠিক কেমন?
ছবিতে যে ৫জন মেয়েকে দেখানো হচ্ছে তাদের প্রত্যেকের রাখী ম্যামের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে। শুধু তাই নয়, আমরা পাঁচটা পরিবারের গল্প বলছি। সেই পাঁচটা মেয়ের জীবন এবং গল্প এত সুন্দর প্রেজেন্ট করা যে মানুষ, সেটা অবশ্যই রিলেট করবে। যেটা শিবুদা এবং দিদি করে থাকেন। আর এমনিও, এই দুজন মেয়েদের লড়াই, জীবন কাহিনী সবটাই দারুণভাবে ফুটিয়ে তোলেন। সেইদিক থেকে মানুষ দারুণ কিছু পাবেন।
রাখী গুলজার তো ভীষণ গল্প করতে ভালবাসেন...
একদম, একদম! এটা ঠিক..উনি উনার ছোটবেলার গল্প থেকে শুরু করে লড়াইয়ের গল্প, সবটা ওই সময়ে শেয়ার করেছেন। উনি যে এত বর্ষীয়ান একজন অভিনেত্রী, এত বড় মাপের একটা মানুষ সেটা বুঝতে দেননি। যেমন ধরো, আমি অমিতাভ বচ্চনের বিরাট ফ্যান। আজকে যদি উনার সঙ্গে কাজ করি, উনি যদি আমায় নাও বোঝাতে চায় যে আমি শ্রী অমিতাভ বচ্চন, আমার কিন্তু মনে একটা হবেই। আমি উনাকে দেখে ভাবছি যে এই মানুষটা অমিতাভের সঙ্গে শশী জ্বীর সঙ্গে কাজ করেছে। যেদিন উনাকে আমি প্রণাম করলাম, উনি কপালে চুমু খেলেন একটা, তো এই মুহূর্ত গুলো দারুণ। যদিও, আমি নন্দিতাদির হামি বেশি খেয়েছি.. ( হাসি )।
টেলিভিশন থেকে সোজা বড়পর্দা, অনেকেই বলে সেখানে নাকি ছোটপর্দার অভিনেতাদের হেও করা হয়, সত্যি..?
আমি আমার অন্তর থেকে বলছি না। বিশ্বাস করো, যে সম্মান আর ভালবাসা আমি পেয়েছি সেটা অতুলনীয়। আমি আশা করি নি, আমি এই সম্মানটা পাব। আমি প্রথমদিন গিয়ে বলেছিলাম, অডিশন নেবেন না? তারপর, উনারা বললেন.. না, কেন? তখনই বুঝলাম যে উনারা কিছু ক্লিপিং হয়তো দেখেছেন বা শুনেছেন আমি কেমন অভিনয় করি। আমি গত পরশু শিবুদাকে জিজ্ঞেস করলাম, আমার কাজ ঠিক ছিল তো? তখন উনি বললেন, যে হ্যাঁ। আমরা তো জানি আপনি কেমন অভিনয় করেন। আমাদের বিশ্বাস আছে। আর, নন্দিতা রায় যখন বলেছেন যে তুমি পারবে তারমানে তুমি পারবে। উনার চোখ মিথ্যে বলে না, ফাঁকিও দেয় না। তবে, মজার ব্যাপার, শিবুদা আজও আমায় আপনি করে বলেন। তো, এটাই..ছোটপর্দা থেকে গিয়েছি, ওরা আমায় চিনতেন না। সেখান থেকে ভরসা করে একটা কাজ দিয়েছেন ওনারা, এটা আমার বিরাট পাওয়া।
সিনেমা তো হল.. সামনে কি এবার ওয়েব সিরিজ, নাকি মেগা ফের?
মেগায় লিড অবশ্যই করব, এর জন্য অপেক্ষাও করব। পার্শ্ব চরিত্র এখন করব না। এবার একটু ওয়েব সিরিজের জন্য চেষ্টা করব। যদিও, বা আমি সিনেমার জন্য খুব একটা চেষ্টা করি নি। তাও, ( হাসি )...এবার একটু সিরিজের জন্য দেখি। তবে, আবার যদি সিনেমার সুযোগ হয় তো না করার প্রশ্নই আসে না।