রাজনীতির ময়দানে শ্রুতি দাস! অভিনেত্রী রাজনীতির মঞ্চ নিয়েই বললেন বড় কথা। আসন্ন লোকসভা নির্বাচন। সেই উপলক্ষেই কি একথা বললেন?
Advertisment
শ্রুতি দাস, টলিউডের বড় নাম। টেলিভিশন পেরিয়ে এখন তিনি উইন্ডোজের সঙ্গে কাজ করছেন। শিবু নন্দিতার পরবর্তী ছবি আমার বসে তাঁকে দেখা যাবে। কিন্তু, এর মধ্যেই রাজনীতি নিয়ে নানা কথা বলেন। কী বলছেন তিনি?
এমনিও তিনি ঠোঁটকাটা। সোজা কথা সহজ করেই বলেন তিনি। এবার রাজনীতিতে পদার্পণ বিষয়ে বললেন, সেটার জন্য তো পড়াশোনা করতে হবে। ছোট থেকে নাচ শিখেছি। লেখাপড়া করেছি। মূর্খের মত এসব হয় না। আগে পড়াশোনা করতে হবে। আমায় নিয়ে অন্যরা হাসাহাসি করবেন, এটা হতে দেব না।
তবে, অভিনেত্রী এও জানালেন দেবদা তাঁর আদর্শ। কেন? দেব যে খুব পটু রাজনীতিবিদ এমনটা নয়। কিন্তু নিজের মতো করেই ঘাটালে দেব প্রচার করছেন। শ্রুতির কথায়, দেব তাঁর আদর্শ। অভিনেত্রী বললেন, "দেবদা যেভাবে শুটিং আর রাজনীতি ব্যালেন্স করেন, আমার সেটা দারুণ লাগে। দেবদা সবটা সামলায় সুন্দর করে। তবে দেবদার হয়ে প্রচার করবেন কিনা এই বিষয়ে তিনি জানালেন যে, আগে দেখবেন মূল উদ্দেশ্য আদৌ ঠিক কিনা।