একটা পুজো যায়, আরেকটা পুজো আসে বছর ঘুরে। কিছু হারানোর গল্প থাকে আবার কিছু পাওয়ার গল্প থাকে। মা দুগ্গা সবকিছুই ঠিক করে ফিরিয়ে দেন। অন্তত, অভিনেত্রী শ্রুতির জীবনে ঠিক তেমনটাই।
Advertisment
পুজো মানেই রাস্তা জুড়ে ব্যানার। বিজ্ঞাপনের লাইন লেগে যায়। প্যান্ডেলের আগেও বিজ্ঞাপনের বহর দেখলেই বোঝা যায় যে পুজো এসে গিয়েছে। কিন্তু গতবছরের পুজো শ্রুতির কাছে একদম ভাল ছিল না। শুটিং ফ্লোর থেকে দূরে থাকতে হচ্ছিল তাঁকে। মনের মত কাজ করতে পারছিলেন না। দেশের মাটি সিরিয়াল শেষ করার পর প্রায় বছর ফুরিয়ে আসছিল কিন্তু কিছুই করতে উঠতে পারছিলেন না।
পুজো মানেই ধারাবাহিকের ব্যানার। তারকাদের ছবিতে থাকে শহরের নানা প্রান্ত। গতবছর, নিজেকে কোনোভাবেই কোথাও দেখতে পাননি তিনি। সিরিয়াল যেহেতু তখন করে উঠতে পারছিলেন না, সেকারণেই ব্যানারও ছিল না। অন্যান্য অভিনেতাদের পাশাপাশি নিজেকে না দেখে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। আর, তাই তো মনের সমস্ত যন্ত্রণা উজাড় করেছিলেন একজনের কাছেই। তিনি মা দুর্গা। যদিও, এবারের গল্পটা অন্য।
জি বাংলার রাঙা বউ সিরিয়ালের লিডিং তিনি। শহর জুড়ে তাঁর পোস্টার। আনন্দ ধরছে না শ্রুতির। নিজের পোস্টারের নীচে দাঁড়িয়েই তিনি লিখলেন...
২০২২ : আগের বছর পুজোয় দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছিলাম। শুটিং করতে পারিনি। ফ্লোরে জন্মদিন কাটাতে পারিনি, তিলোত্তমায় আমার কাজের ব্যানার ছিল না বলে। ২০২৩ : আমি চেষ্টা করেছিলাম এবং মা দুগ্গা সবকিছু আবার আগের মত ভরিয়ে দিয়েছে। কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না।
উল্লেখ্য, এইবছর সত্যিই শ্রুতির জন্য বেশ লাকি। একদিকে, যেমন নতুন সিরিয়াল অন্যদিকে, নতুন সংসার। বিয়ে করেছেন তিনি। সবকিছুই একা হাতে সামলাচ্ছেন।