'নিজেকে দেখব না, ভয় পেয়ে যাচ্ছি…', ছেলেকে ভ্যাম্পায়ার সাজিয়ে হাসি থামছে না শুভশ্রীর

ছেলে ইউভান নিজের সাজ দেখে স্তম্ভিত, মা কে বললেন...

ছেলে ইউভান নিজের সাজ দেখে স্তম্ভিত, মা কে বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shubhashre Ganguly shared her son yuvans vampire halloween look

শুভশ্রী-ইউভান

মা যখন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তখন ছেলে ইউভান পারফেকশনিস্ট হবে না, সেও হয়? খুদে চক্রবর্তী সবসময় আলোচনায় থাকেন। বিশেষ করে তাঁর দুষ্টু মিষ্টি কান্ড কীর্তি রীতিমতো ভালবাসেন সকলে। এবার…

Advertisment

হ্যালুইন উপলক্ষে কলকাতা শহরে অনেকেই ভুত পেত্নী সেজে বেরিয়েছিলেন। বিশেষ করে, ছোটদের মধ্যে এই পার্টির গুরুত্ব এখন অনেক। ইউভান নিজেও বাদ গেলেন না। সেই একরত্তি, মায়ের কাছে ভ্যাম্পায়ার সাজতে বসল। এমনিও সে নিজেকে ব্যাটম্যান মনে করে। তাই এদিন ভ্যাম্পায়ারের সাজে না সাজলে হয়? মা তাঁর ব্যাক্তিগত মেকাপ আর্টিস্ট।

শুভ নিজের মত করে সাজিয়ে দিল ইউভানকে। গাঢ় মোটা করে ভুরু। গোটা গালে লাল লাল মেকাপ। চোখের নিচে লাল রঙের আইশ্যাডো। সব মিলিয়ে খুদে ইউভানকে ছোট্টখাটো ভ্যাম্পায়ার লাগছেই বটে। মা যখন সাজাচ্ছে তাঁকে কত কথা বলতে শোনা গেল। 'ভ্যাম্পায়ার হাম করে খেয়ে নেয়!' ছেলের কাণ্ডে হেসে লুটোপুটি শুভশ্রী। তাঁকে বলতে শোনা গেল, তুমি নিজেকে দেখে ভয় পাবে না তো?

Advertisment

এখানেই শেষ না। মাকে দিব্যি সাজিয়ে দেওয়ার ডিরেকশন দিতে দেখা গেল ইউভানকে। আর নিজের ছেলের হ্যালুইন মেকাপ করতে বেশ মজাই পেয়েছেন শুভ। শেষে যদিও নিজেকে রাজ পুত্র দেখেছেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, মায়ের সঙ্গে কথোপকথনে সে জানিয়ে দেয় নিজেকে যেই মুহুর্তে সে দেখছে তখনই ভয় পেয়ে যাচ্ছে সে। ছেলের কথাবার্তার চোটে হাসি থামছে না শুভশ্রীর।

প্রসঙ্গত, শুভশ্রী দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। এখন অনেকটাই সাবধানী হয়েছে সে। সিনেমার শুটিং থেকেই দূরে রয়েছেন বেশ অনেকটা সময় ধরেই। বাড়ি এবং কাছের মানুষদের সঙ্গে পার্টিতে দেখা যাচ্ছে তাঁকে।

bollywood tollywood Entertainment News