ফের মা হচ্ছেন শুভশ্রী, সুখবর দেওয়ার পরই ছুটে গেলেন ঈশ্বরের দরবারে

তিনি একা নন, সঙ্গে গেলেন টলিউডের আরেক হিরোইনও! কাকে নিয়ে গেলেন শুভশ্রী?

তিনি একা নন, সঙ্গে গেলেন টলিউডের আরেক হিরোইনও! কাকে নিয়ে গেলেন শুভশ্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree ganguly, subhashree ganguly pregnancy, subhashree ganguly actress, subhashree ganguly announced her pregnancy, subhashree ganguly news, subhashree ganguly indubala, subhashree ganguly son yuvaan, subhashree ganguly tollywood, শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

সুখবর দিলেন শুভশ্রী

গতকাল শুনিয়েছেন বিরাট খবর। দ্বিতীয়বারের মত মা হতে চলেছেন শুভশ্রী। রাজের বাড়িতে আসতে চলেছে নতুন অ্যাঞ্জেল, তারপরই মঙ্গল কামনায় শুভশ্রী ছুটলেন ঈশ্বরের দরবারে।

Advertisment

বড়ভাই হতে চলেছে ইউভান। খুশির অন্ত নেই চক্রবর্তী এবং গাঙ্গুলি পরিবারে। বেজায় খুশি টলিপাড়ার অন্যান্যরা। শুভেচ্ছা জানিয়েছেন বেশিরভাগই। কাছের মানুষ তথা অভিনেতা অভিনেত্রীদের তরফে আবেগঘন বার্তা পেয়ে আপ্লুত শুভশ্রী। এখন শুধুই দিন গোনার পালা। তারপরের দিনই, আরেক বন্ধু শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে শুভশ্রী কোথায় চললেন?

আজ উল্টোরথ। জগন্নাথ মাসির বাড়ি থেকে ফিরবেন নিজের জায়গায়। সেই উপলক্ষেই কি তবে পুরী পাড়ি দিয়েছেন তাঁরা? সোশ্যাল মিডিয়ার স্টোরি অন্তত সেই কথাই বলছে। প্লেনে চেপেই আপডেট দিলেন শুভশ্রী। সঙ্গে দুই বান্ধবী, লিখলেন জয় জগন্নাথ। বলাই উচিত, সবরকমভাবে নতুন শুরুর আগে জগন্নাথের আশীর্বাদ নেওয়া কাম্য।

subhashree ganguly, subhashree ganguly pregnancy, subhashree ganguly actress, subhashree ganguly announced her pregnancy, subhashree ganguly news, subhashree ganguly indubala, subhashree ganguly son yuvaan, subhashree ganguly tollywood, শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news
Advertisment

শুভশ্রী নিজেও জগন্নাথের একান্ত অনুরাগী। আগে নিজের বাড়িতেই মহা আয়োজনে তাঁর পুজো করতেন। স্নানযাত্রা থেকে পুজো, সবকিছুই নিয়ম মেনে পালন করতেন তিনি। এবছর, তাঁর জন্য যে বেশ অন্যরকম। একেই প্রলয়ের মধ্যে দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি, তাঁরমধ্যে নতুন সদস্য আসার সুখবর। নতুন শুরু শুভর জীবনে। তাঁর সঙ্গে কাজ তো রয়েছেই।

tollywood Subhasree Ganguly Entertainment News