/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/shubha.jpg)
Shubhashree Ganguly: মা হওয়ার পরেই ফিরছেন শুভশ্রী
Shubhashree Ganguly As Babli: মেয়ের বয়স হাতে গুনে দেড় মাস, তারমধ্যেই শুভশ্রী ( Shubhashree Ganguly ) ফিরলেন কাজে। বাবলিতে জুটি বাঁধছেন তিনি এবং আবির চট্টোপাধ্যায় ( Abir Chatterjee )। রাজের পরিচালনায় কাজ করছেন তিনি। আর, এখন প্রকাশ্যে সকলের সামনে ধরা দিলে মেয়ের প্রসঙ্গ উঠবে না, তাও আবার হয় নাকি...?
ইয়ালিনিকে ( Yalini Chakraborty ) লোকচক্ষুর আড়ালেই রেখেছেন রাজ এবং শুভশ্রী। ইউভানকে অপারেশন টেবিল থেকে সকলকে দেখিয়েছিলেন তারকা দম্পতি। কিন্তু মেয়ের বেলায় একদম অন্য ধরনের পন্থা বেছে নিলেন। বিরাট অনুষ্কা, আলিয়া রণবীরের মতোই তিনি মেয়েকে এখনও আড়ালে রেখেছেন। সেভাবে কোনও তারকাকেও ইয়ালিনির উদ্দেশ্যে রাজের বাড়িতে যেতে দেখা যায় নি।
এদিকে, দ্বিতীয় সন্তান আসার পর সেভাবে বিরতি নেননি অভিনেত্রী। ছেলেকে সময় দেওয়ার পাশাপাশি তিনি ফের কাজে মন দিয়েছেন। কিন্তু, এখন সকলের প্রশ্ন একটাই। কেমন আছে মেয়ে? আজ, সকালে নতুন কাজের শুভ সূচনা করলেন তিনি। বাবলির লুক টেস্ট করতে হাজির হলেন। সোম সকাল সাদা পোশাকে শুভ্রতা ছড়ালেন তিনি। মেয়ের কথা জিজ্ঞেস করতেই, একগাল হাসি। বললেন, মেয়ে ভাল আছে। ছেলেও বেশ ভাল আছে।
আরও পড়ুন - Shubhashree-Yalini: দেড় মাসের মেয়েকে বাড়িতে রেখে বাবলির ফটোশুটে শুভশ্রী, ইয়ালিনি ভাল আছে তো?
প্রসঙ্গত, গতবছর বেশ ভাল কেটেছে শুভশ্রীর। প্রযোজক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেছেন আবার প্রলয়ের মধ্যে দিয়ে। আবার নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। সেই নিয়েও ব্যস্ততা ছিল তুঙ্গে। আর, এবছর ফের মা হওয়ার পর নিজের কাজে ফিরেছেন। সেই নিয়েও আশাবাদী তিনি। গতবছর প্রেগনেন্সির কারণে অনেক ছবি থেকে বাদ পড়লেও এবার আর দেরি নয়।
অন্যদিকে, রাজের সঙ্গে আবিরের অনেক বছর পর কাজ। সিরিজের নিরিখে গতবছর তাঁর ডেবিউ হয়েছিল। তাতেও নিদারুণ সাফল্য পেয়েছেন তিনি। এবার, নতুন কাজ।