/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/shubhashree.jpg)
শুভশ্রীর কসরত
কিছুদিন আগেই সাধ খেয়েছেন। হবু সন্তানের আগমন হতে আর বেশি দেরি নেই। ছিমছাম আড়ম্বরে সমস্ত আয়োজন করেছিল চক্রবর্তী পরিবার। শুভশ্রী দ্বিতিয়বারের জন্য মা হতে চলেছেন। তাঁর আগেই কসরত জমেছে বেশ।
একদিকে যেমন মা হতে চলেছেন। তেমনিই ইন্ডাস্ট্রির লিডিং নায়িকাও তিনি। প্রথমবার ইউভানের সময় চেহারার অতিরিক্ত পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধেয়ে এসেছিল কটাক্ষ। তুলনা উঠেছিল অনুস্কার সঙ্গে। তিনিও তো মা হয়েছেন, তাঁর তো ওজন এত বেশি না। অভিনেত্রী এবার আগে থেকেই প্রস্তুত।
নিজেকে সরিয়েছেন একাধিক ছবি থেকে। সৃজিতের দশম অবতার থেকে বাদ পড়েছেন। কানাঘুষো খবর, মিমি চক্রবর্তী নাকি মেঘ পিওন থেকেও তাঁকে পেছনে ফেলেছেন। এখন সম্পূর্ণই মায়ের দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি। ওয়েট তুলছেন, হালকা ওয়ার্ক আউটে মজেছেন তিনি।
অভিনেত্রী নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখছেন… এক্সকিউজ দেওয়ার জায়গা নেই। আটমাসের অন্তঃসত্বা তিনি, তাও নিজেকে বিশ্রাম দেওয়ার পরিবর্তে শরীরচর্চা করছেন। আর এই দেখেই রে রে করে উঠেছেন ভক্তরা। যদিও পজিটিভ মন্তব্যও রয়েছে।
যেমন? কেউ বলছেন… গর্ভাবস্থায় জিম? আবার কেউ বলছেন, করিনা কাপুরের সব স্টাইল কপি করছেন তো! আবার কারওর কথায়, বাচ্চাটার জন্য প্রার্থনা করি। আবার কেউ কেউ তাঁর হয়েও গলা চড়িয়েছেন। বলছেন, আপনিই তো অনুপ্রেরণা।