New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/subha.jpg)
শুভশ্রী
প্রকাশ্যে একথা বললেন শুভশ্রী! কিন্তু কাকে?
শুভশ্রী
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অভিনয় - প্রযোজনার পাশাপাশি তিনি বিচারকের আসনেও বসেছিলেন বেশ কয়েকবার। সেখানেই তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য তারকারাও। কখনো জিৎ, কখনও শ্রাবন্তী। আর এসবে একটি বিষয় একই ছিল, সঞ্চালক অঙ্কুশ।
শুভশ্রী এবং অঙ্কুশ যখন একসঙ্গে। তখন দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি তো লেগেই থাকে। এমনিও অঙ্কুশের কাজই তারকা বন্ধুদের পিছনে লেগে থাকা। নানা, উল্টোপাল্টা মন্তব্য করেই নানা কান্ড ঘটান। সেদিনও এমনটাই হয়েছিল। শুভশ্রী ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে একটি পারফরমেন্স দেন। আর সেটিই বিচার করতে বসলেন জিৎ এবং অঙ্কুশ। মাঝখানে দাঁড়িয়ে ছিলেন বিক্রম। শুভশ্রীর নাচ দেখেই জিৎ বললেন...
আরও পড়ুন < নতুনত্বের খাতিরেই নতুন শুরু, আরেক সন্তান ‘সিকাবা’র কথা প্রকাশ্যে জানালেন শুভশ্রী >
"দারুণ হয়ছে। ধামাকা হয়েছে একদম।" কিন্তু জিৎ এর চোখেমুখে এক অদ্ভুত বহিঃপ্রকাশ। শুভশ্রী বললেন, "তোমার কাছ থেকে এটা আশা করি নি আমি"। আর তারই পাশে বসে রয়েছেন অঙ্কুশ। তাও, আবার বিচারক শুভশ্রীর আসনে। যেহেতু সেই আসনে বসে রয়েছেন তাই শুভশ্রীর মত আচরণ করলেন তিনি। চরম জোড়ে হেসে উঠলেন অঙ্কুশ। ঠিক যেমন করে শুভশ্রী হাসেন। এরপরই, মোক্ষম দাওয়াই দেন শুভ। বলেন...
"অঙ্কুশ, তুই তো নেচে কুঁদে, নানা কান্ড ঘটিয়ে তারপর তো পয়সা পাস। আর আমি, এরম একটা হাসি দিলেই টাকা পেয়ে যাই।" শুভশ্রীর কথা শুনে চোখ কপালে অঙ্কুশ সহ সকলের। বিষয়টি এড়িয়ে গেলেন অভিনেতা। যদিও, শুভশ্রীর হাসি নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন। অতিরিক্ত বিকট হাসি হেসে মানুষের কান ঝালাপালা করেন অভিনেত্রী একথাও বলেন তাঁরা। কিন্তু, তাঁর এই আইকনিক হাসি আবার অনেকেই উপভোগও করেন।