/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/mithun_af2318.jpg)
একসঙ্গে মিঠুন-শুভশ্রী, তারপর?
শুভশ্রী এবং রাজের পাশাপাশি এবার মিঠুন চক্রবর্তী। নতুন কিছু আসতে চলেছে কী? নাকি অন্য কোনও গল্প রয়েছে? মিঠুনের সঙ্গে এর আগে শুভশ্রী ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চ ভাগ করেছিলেন।
এবার শুভশ্রীর সঙ্গে কি তবে সিনেমার পর্দায় মিঠুন? সকলেই পরে রয়েছেন সাদা। অন্তত, প্রকাশ্যে যে ছবি সেটা দেখে এটাই বোঝা যাচ্ছে হয়তো বা কোনও মণ্ডপ বা উৎসবের শুটিং চলছে। এবং সেই ছবি কি রাজ নিজেই পরিচালনা করতে চলেছেন নাকি অন্য কেউ সেটা এখন বোঝা যাচ্ছে না।
শুভশ্রী, সঙ্গে মিঠুন, বাবা যাদব এমনকি রাজ চক্রবর্তী। একসঙ্গে একটি ছবি আপলোড করেই শুভশ্রী লিখছেন, সন্তান। তাহলে কি নতুন ছবির নাম এটাই? প্রযোজক সংস্থার তরফেও এমন কিছুই জানানো হয়েছে। জানানো হয়েছে শীঘ্রই আসছে ছবি।
একথা অনেকেই জানেন, যে বহুবছর পর আবারও শুভশ্রী SVF এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাহলে কি সেই ছবির শুটিং চলছে? উল্লেখ্য, রাজকে নির্দেশনা দিতেও দেখা গিয়েছে। সেই ছোট্ট একটি ভিডিও অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
প্রসঙ্গে, এর আগে কলকাতায় শুটিং করতে এসেই অসুস্থ হন মিঠুন চক্রবর্তী। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, অভিনেতা জানান যে খাওয়াদাওয়ার কারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এরপর তাঁকে ভোটের প্রচার করতেও দেখা যায়। বাংলায় শেষ কাবুলিওয়ালা ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। দেবশ্রীর সঙ্গে অনেকদিন পর তিনি আবার কাজ করছেন। তারপর আবার শুভশ্রীর সঙ্গে দেখা যাবে তাঁকে পর্দায়।